49 episodes

Bankura24X7 is a Dedicated News and Current Affairs Podcast Exclusively for Bankura District,West Bengal,India.

Bankura24x7 Bankura 24x7

    • News

Bankura24X7 is a Dedicated News and Current Affairs Podcast Exclusively for Bankura District,West Bengal,India.

    উচ্চ মাধ্যমিকে পঞ্চম বাঁকুড়া জেলায় প্রথম সুস্বাতী কুন্ডু বড়ো হয়ে নিজেকে নৃত্য শিল্পী হিসেবে প

    উচ্চ মাধ্যমিকে পঞ্চম বাঁকুড়া জেলায় প্রথম সুস্বাতী কুন্ডু বড়ো হয়ে নিজেকে নৃত্য শিল্পী হিসেবে প

    কেও হতে চায় ডাক্তার, কেও বা ইঞ্জিনিয়ার,কিন্তু রাজ্যের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করা বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী সুস্বাতী কুন্ডুর ইচ্ছে বড়ো হয়ে নিজেকে নৃত্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করা। ছোটো থেকেই নাচের তালিম নিচ্ছে সে। বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি এলাকার বাসিন্দা সুস্বাতীর প্রিয় বিষয় ভুগোল।এখন ভুগোল নিয়ে পড়াশোনা করারা পাশাপাশি, নিজেকে সফল নৃত্য শিল্পী হিসেবে গড়ার জন্য লড়াই শুরু করে দিয়েছে সুস্বাতী সে এবার ৪৯২ নাম্বার পেয়ে সে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে।
    সুস্বাতীর বাবা প্রণব কুন্ডু পেশায় স্কুল শিক্ষক।তিনি, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হওয়ার আগেই মেয়েকে হোয়াটসঅ্যাপে আগাম রেজাল্ট পাঠিয়ে ছিলেন।সেই নাম্বার থেকে ৬ নাম্বার বেশী পেয়েছে সুস্বাতী।প্রণব বাবু বলেন, একটা পরীক্ষায় সে এক ঘন্টা দেরিতে পরীক্ষা হলে পোঁছয়।তথ্য বিভ্রাটের জন্যই এই সমস্যায় পড়ে সে। তা না হলে প্রথম তিনে জায়গা করে নিত সুস্বাতী।

    • 3 min
    চাকরির নামে আর্থিক প্রতারণা,ফের সক্রিয় প্রিয়াঙ্কা,ওন্দায় তৃণমূল পার্টি অফিসে ধর্ণা- বিক্ষোভ ত

    চাকরির নামে আর্থিক প্রতারণা,ফের সক্রিয় প্রিয়াঙ্কা,ওন্দায় তৃণমূল পার্টি অফিসে ধর্ণা- বিক্ষোভ ত

    বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের বিড়ম্বনায় ওন্দার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব!প্রতিবাদী তৃণমূল কর্মী প্রিয়াঙ্কা গোস্বামী ফের সক্রিয় হলেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশীষ দের বিরুদ্ধে। অভিযোগ, চাকরি দেওয়ার নামে প্রায় ৭০ জনেরর কাছে লাখ,লাখ টাকা প্রতারণা করেন তৃণমূল নেতা আশীষ বাবু। তা নিয়ে জলঘোলাও কম হয়নি। সম্প্রতি ওন্দায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় বৃদ্ধার ছদ্মবেশে এই চাকরি প্রতারণা কাণ্ডের নালিশ করেন প্রিয়াঙ্কা দেবী।পঞ্চায়েত ভোটে এই ঘটনাকে ইস্যুও করে বিরোধীরা। ভোটের ফল বের হতেই ১২ জুলাই রামসাগরে প্রিয়াঙ্কা দেবীর স্বামী ফিস্ট করার সময় আশীষ দে দলবল নিয়ে তাদের ওপর চড়াও হয়। মারধর করে এবং প্রিয়াঙ্কা দেবী স্বামী কে বাঁচাতে গেলে তার ওপরও হামলা চালানো ও মারধরের অভিযোগ ওঠে এই ওন্দা ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশীষ দে ও তার অনুগামীদের বিরুদ্ধে। এবং এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে, পুলিশ আশীষ বাবু ও তার এক অনুগামী দোলন পরামানিককে গ্রেফতার করে। তারা এখন আদলতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন। প্রিয়াঙ্কা দেবীর অভিযোগ, কোভিড মহামারির সময় চাকরি দেওয়ার নামে প্রায় ৭০ জনের কাছে লাখ,লাখ টাকা আদায় করেন আশীষ দে। প্রিয়াঙ্কা দেবী প্রথম থেকেই এই প্রতারণার ঘটনায় সক্রিয় থাকায় ওন্দা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি উত্তম কুমার বীটের হস্তক্ষেপে তাকে প্রায় অর্ধেক টাকা ফিরিয়ে দিয়েছেন. কিন্তু বাকীরা টাকা ফেরত পাননি। তাই ওই প্রতারিতদের সাথে নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে প্রিয়াঙ্কা গোস্বামী নেতৃত্ব ওন্দা তৃণমূল কংগ্রেসের ব্লক অফিসে ধর্ণা বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসেরই এক

    • 4 min
    বিজেপি নেতাদের বাড়ী ঘেরাও করতে এলেই বিচুটি হামলা আর মারের নিদান!তৃণমূল নেতাদের শরীরের বীমা করা

    বিজেপি নেতাদের বাড়ী ঘেরাও করতে এলেই বিচুটি হামলা আর মারের নিদান!তৃণমূল নেতাদের শরীরের বীমা করা

    বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।আজ ওন্দার রামসাগরে বিজেপির পঞ্চায়েত ভোটের বিজয় মিছিলে যোগ দিয়ে সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসুচির প্রসঙ্গ টেনে তৃণমূল কে তীব্র ভাষায় আক্রমণ করেন বিধায়ক অমরনাথ শাখা। তিনি তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ে শহীদ দিবসকে ডিম ভাতের আসর বলে কটাক্ষ করার পাশাপাশি,তৃণমূল নেতাদের প্রতি হুঙ্কার দিয়ে বলেন বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে আসার আগে নিজেদের শরীরের বীমা করিয়ে নিন।পাশাপাশি,তার দলের কার্যকর্তাদের তিনি নির্দেশ দেন,কেও বাড়ি ঘেরাও করতে এলেই বিচুটি পাতা দিয়ে পালটা হামলা চালানোর। আর তাতেও কাজ না হলে একটু উত্তম,মধ্যম দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়ারো নিদান দেন।আর তৃণমূল নেতাদের প্রতি তার হুঙ্কার, বাড়ি ঘেরাও করতে আসবেন দুই পায়ে ঠিকই। কিন্তু নিজের বাড়ি যেতে হবে চার পায়ে কাঁধে চেপে। তার এই হুমকি কে ঘিরে জেলার রাজনৈতিক মহলে জোর আলোড়ন পড়ে গিয়েছে।
    প্রসঙ্গত,ওন্দার বিজেপি বিধায়ক আমরনাথ শাখা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বহুবার এমন বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন। তাকে নিয়ে চর্চাও হয়েছে রাজনৈতিক মহলে। এবারের মন্তব্যকে অবশ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আমল দিতেই চাইছেন না। তাদের দাবি,গলার জোরে আর বেফাঁস বকে মানুষকে বিভ্রান্ত করার যে ফাঁদ বিজেপি বিধায়কের পেতেছেন তাতে যে কেও পা দেবেন না,সেটা বোঝা উচিত অমরনাথ বাবুর। না হলে নিজের ফাঁদে নিজেই পড়বে বিজেপি।

    • 3 min
    বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদের সম্মেলনে লাল মাটির বাঁকুড়ার কৃষ্টি,সংস্কৃতির বিশ্ব জুড়ে ব্যাপ্

    বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদের সম্মেলনে লাল মাটির বাঁকুড়ার কৃষ্টি,সংস্কৃতির বিশ্ব জুড়ে ব্যাপ্

    বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদের হাত ধরে এবার সারা বিশ্ব জুড়ে বাঁকুড়ার কৃষ্টি ও সংস্কৃতির ঘোড়া ছোটানোর অঙ্গীকার করলেন জেলার এক ঝাঁক শিল্পী,ও সংস্কৃতি প্রাণ মানুষ। শহরের বঙ্গ বিদ্যালয়ের সভা কক্ষে সংস্থার প্রথম বাঁকুড়া জেলা সম্মেলনের মঞ্চ থেকে এই অঙ্গীকারবদ্ধ হলেন সংস্থার বাঁকুড়া শাখার সদস্য ও সদস্যা থেকে কর্মকর্তারা। বৃক্ষ রোপণ কর্মসূচির মধ্য দিয়ে শনিবার এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর,শুরু হয় সাংগঠনিক সম্মেলন।এবং সন্ধ্যে বেলায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এই সম্মেলনে বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদের ভারত কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বাতী দাস বন্দ্যোপাধ্যায় এই সম্মেলনের উদ্বোধন করেন৷ এছাড়া,উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশিষ কুমার সরকার প্রমুখ।এই সম্মেলনে ২৭ জনের একটি জেলা কমিটি গঠন করা হয়। এদিন,বাঁকুড়ার শিল্পীদের নাচ,গান,আঞ্চলিক ভাষার আবৃত্তি শ্রোতাদের মনজয় করে নেয়।
    এই সম্মেলনে অতিথিদের হাতে বাঁকুড়া জেলার ঐতিহ্য বাহী পাঁচমুড়ারা টেরাকোটা ঘোড়া, বাঁকুড়ার গামছা,ব্যাচ ও দুর্লভ স্বেত পলাশের চারা দিয়ে বরণ করা হয়।
    এছাড়া সমস্ত সদস্য সদস্যাদের স্মারক সম্মান দিয়ে সম্মানিত করা হয় সংস্থার পক্ষ থেকে।

    • 3 min
    ভোটের কাজে যোগ দিতে এসে বাঁকুড়ার সবুজায়নে যোগ কেন্দ্রীয় বাহিনীর মহিলা ব্যটেলিয়ানের।

    ভোটের কাজে যোগ দিতে এসে বাঁকুড়ার সবুজায়নে যোগ কেন্দ্রীয় বাহিনীর মহিলা ব্যটেলিয়ানের।

    বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের নিরাপত্তার কাজে বাঁকুড়ায় এসেছিলেন কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফের ২৪০ নাম্বার মহিলা ব্যাটেলিয়ান। তারা বাঁকুড়া শহরের উপকন্ঠে আইলাকান্দির পিটিটিআই কলেজে শিবির করে আছেন। এই কলেজের ক্যাম্পাসের সবুজায়নে আজ হাত লাগালেন সিআরপিএফের এই প্রমীলা বাহিনী। তারা প্রায় শতাধিক গাছের চারা রোপন করেন এদিন। এই বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন পিটিটিআই কলেজের ছাত্র,ছাত্রীরাও। পাশাপাশি কলেজের প্রিন্সিপাল,এবং শিক্ষকরাও উপস্থিত ছিলেন এদিন। উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর থানার আইসি দেবাশীষ পণ্ডা। এই কর্মসুচির তদারকি করেন ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট মনোজ সংঘ,ডেপুটি কমান্ডেন্ট চেতন চৌধুরী ও রাজ মঙ্গল। কমান্ডেন্ট মনোজ সংঘ বলেন আমাদের কাছে সব মাটি সমান বাংলা,বিহার বা মধ্যপ্রদেশর মাটির বলে কোন ভেদাভেদ নেই।আধা সামরিক বাহিনীর হিসেবে দেশের যে প্রান্তেই থাকেন না কেন সেই মাটিই হল আসলে দেশ মাতৃকা। তাই এই দেশের মাটিতে সবুজায়নের মধ্য দিয়ে পরিবেশ সুন্দর করে তুলতে তাদের কাজের শত ব্যস্ততার মধ্যেও এই সামাজিক দায়িত্ব পালনের কর্মসুচি এদিন পালন করলেন। তার ব্যাটেলিয়ানের মহিলা বাহিনীকেও তিনি এই উদ্যোগে জন্য সাধুবাদ জানান।
    এর আগেও জেলায় ভোটের কাজে কেন্দ্রীয় বাহিনী এসেছেন।কাজ করেছেন।চলে গেছেন।
    কিন্তু সিআরপিএফের ২৪০ মহিলা ব্যাটেলিয়ন যে ভাবে জেলার সবুজায়নের কর্মসুচি পালন করলেন তা অবশ্যই কুর্নিশ যোগ্য।

    • 2 min
    নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না,কর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ।

    নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না,কর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ।

    বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গঙ্গাজলঘাটি এলাকায়। বেশ কিছুদিন ধরেই নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে রান্নার অভিযোগ উঠছিল গঙ্গাজলঘাটি ব্লকের ১৭৮ নাম্বার ভুঁইফোড় উপর পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বারে,বারে বলার।পরও হাল ফেরেনি রান্নার।ফলে ধৈর্যের বাঁধ ভাঙ্গে আজ। গ্রামের বাসিন্দারা এই কেন্দ্রে চড়াও হয়ে সহায়িকা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের তাল বন্ধ করে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। গঙ্গাজলঘাটি থানার পুলিশ৷পুলিশের সাথেও বাক বিতন্ডা চলতে থাকে বিক্ষোভরত গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ, এখানে রান্নার মান ও সামগ্রী এত খারাপ যে গ্রামের গর্ভবতী মহিলা ও শিশুরা তা মুখে তুলতেই পারছে না।এই নিম্নমানের খাবার খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার মতো
    ঘটনাও ঘটেছে!তবুও কোন টনক নড়েনি এই কেন্দ্রের কর্মীদের।তাই বাধ্য হয়ে আজ বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। এদিকে,খাবারের সামগ্রী যে নিম্নমানের তা স্বীকারও করে নেন এক অঙ্গনওয়াড়ি কর্মী।
    এদিন,কিছুক্ষণ বিক্ষোভের পর খাবারের হাল ফেরানোর আশ্বাস পেয়ে পুলিশের কথায় তালা খুলে দেওয়ার পাশাপাশি,বিক্ষোভ তুলে নেন গ্রামের বাসিন্দারা।

    • 4 min

Top Podcasts In News

The Global Story
BBC World Service
A Agenda de Ricardo Salgado
Pedro Coelho
Programa Cujo Nome Estamos Legalmente Impedidos de Dizer
SIC Notícias
Luís Marques Mendes
SIC Notícias
Volta ao mundo em 180 segundos
Volta ao Mundo em 180 Segundos
Petit Journal
Petit Journal