1 Min.

পূর্নজন্‪ম‬ Nusrat The Story Teller

    • Bücher

যদি পুরনো জন্ম বলে কিছু থেকে থাকতো,
তবে আমি তোমায় অভিশাপ দিতাম
তুমি আমি হয়ে জন্মাও।
তোমায় ভালোবেসে এ
বোকা হয়ে যাওয়া -
আমার ভালোবাসার জন্য -
দিশেহারা মানুষটা হয়ে জন্মাও।
সে জন্মে তুমিও হারে হারে টের পাও
আপন মানুষের কাছে
আপন হতে না পারা কতটা যন্ত্রনার।
তুমিও টের পাও -
কয়েকশো কথার উত্তরে -
ছোট ছোট মেসেজ গুলো দেখতে কেমন
বিশ্রী লাগে।
সেজন্মে তুমিও বুঝতে পারো
অপেক্ষা করতে হয় কিভাবে -
অবহেলার স্বাদ কেমন?
ছোটখাটো দুঃখগুলো -
কেমন ভয়ংকর মনে হয়?
বিশ্বাস করি না বলতে বলতেও
অন্ধের মতো বিশ্বাসের
কি দাম পেয়েছিলাম ঠকে গিয়ে?
কারো সান্তনার বুক হতে চেয়ে
কারো বিরক্তি হতে - কেমন লাগে?
তুমিও বুঝো তখন করে।
চোখের পানি না বুঝে
কথার পর কথা দিয়ে -
অপমান-অবজ্ঞা করলে কতটা খারাপ লাগে?
তুমিও জানো তখন করে।
লেখনি : সংগৃহীত।
কন্ঠে : Nusrat the storyteller

যদি পুরনো জন্ম বলে কিছু থেকে থাকতো,
তবে আমি তোমায় অভিশাপ দিতাম
তুমি আমি হয়ে জন্মাও।
তোমায় ভালোবেসে এ
বোকা হয়ে যাওয়া -
আমার ভালোবাসার জন্য -
দিশেহারা মানুষটা হয়ে জন্মাও।
সে জন্মে তুমিও হারে হারে টের পাও
আপন মানুষের কাছে
আপন হতে না পারা কতটা যন্ত্রনার।
তুমিও টের পাও -
কয়েকশো কথার উত্তরে -
ছোট ছোট মেসেজ গুলো দেখতে কেমন
বিশ্রী লাগে।
সেজন্মে তুমিও বুঝতে পারো
অপেক্ষা করতে হয় কিভাবে -
অবহেলার স্বাদ কেমন?
ছোটখাটো দুঃখগুলো -
কেমন ভয়ংকর মনে হয়?
বিশ্বাস করি না বলতে বলতেও
অন্ধের মতো বিশ্বাসের
কি দাম পেয়েছিলাম ঠকে গিয়ে?
কারো সান্তনার বুক হতে চেয়ে
কারো বিরক্তি হতে - কেমন লাগে?
তুমিও বুঝো তখন করে।
চোখের পানি না বুঝে
কথার পর কথা দিয়ে -
অপমান-অবজ্ঞা করলে কতটা খারাপ লাগে?
তুমিও জানো তখন করে।
লেখনি : সংগৃহীত।
কন্ঠে : Nusrat the storyteller

1 Min.