3 Min.

শূন্যতা - মুশফিক জামা‪ন‬ Nusrat The Story Teller

    • Bücher

শূন্যতা কি, তুমি না থাকায়
নাকি পৃথিবী থেকে অসীমে হারিয়ে যাওয়া

শূন্যতা কি, চারিদিকে আলোর মাঝে দেখতে না পাওয়া
নাকি চোখের কোনে ছোট্ট একটু অশ্রু

শূন্যতা কি,

অনেক আনন্দের মাঝে তোমাকে খুঁজে বেড়ানো
নাকি ঝিরিঝিরি বৃষ্টির পানিতে, চোখের পানি খুঁজে বেড়ানো

শূন্যতা কি,
গোধূলিলগ্নে সূর্যের অস্তমিত আলো
নাকি অনেক বন্ধুর মাঝে শুধু তোমাকে খুঁজে বেড়ানো

শূন্যতা কি,
অনেক গল্পের মাঝে খানিক নীরবতা
নাকি মাঝ আকাশে শুকতারার মত হঠাৎ হারিয়ে যাওয়া।

শূন্যতা কি,
ওই নীল আকাশে মেঘের ঘনঘটা
নাকি বৃষ্টির মাঝে হঠাৎ আকাশ থেকে ছুটে আসা বজ্রপাতের আলোকচ্ছটা

শূন্যতা কি,
দিন শেষে বাড়ি ফেরার সময়
মনের মাঝে শুধু তোমার হাসি খুঁজে বেড়ানো

শূন্যতা কি,
শীতের রাতে কুয়াশার ঝিরিঝিরি শব্দ
নাকি গভীর রাতের ষোড়শী সে কাপন

শূন্যতা কি,
গহীন জঙ্গলে হারিয়ে যাওয়া
নাকি তোমার ছোঁয়া খুঁজে পাওয়া

শূন্যতা কি,
অনেক হাসির মাঝে তোমার হাসি খুঁজে বেড়ানো
নাকি তোমার ঠোঁটের কোণে তাকিয়ে থাকা

আমার এই শূন্যতা কি তোমাকে বিষণ্ন করবে,
হয়তোবা করবে, তুমি কি সেটা বুঝবে।

বন্ধু তোমাকে অনেক ভালোবাসি
তাই হয়তো শূন্যতা আমাকে গ্রাস করেছে,
বুঝিয়ে গিয়েছে তুমি ছাড়া আসলে এসব শূন্য।

শূন্যতা কি, তুমি না থাকায়
নাকি পৃথিবী থেকে অসীমে হারিয়ে যাওয়া

শূন্যতা কি, চারিদিকে আলোর মাঝে দেখতে না পাওয়া
নাকি চোখের কোনে ছোট্ট একটু অশ্রু

শূন্যতা কি,

অনেক আনন্দের মাঝে তোমাকে খুঁজে বেড়ানো
নাকি ঝিরিঝিরি বৃষ্টির পানিতে, চোখের পানি খুঁজে বেড়ানো

শূন্যতা কি,
গোধূলিলগ্নে সূর্যের অস্তমিত আলো
নাকি অনেক বন্ধুর মাঝে শুধু তোমাকে খুঁজে বেড়ানো

শূন্যতা কি,
অনেক গল্পের মাঝে খানিক নীরবতা
নাকি মাঝ আকাশে শুকতারার মত হঠাৎ হারিয়ে যাওয়া।

শূন্যতা কি,
ওই নীল আকাশে মেঘের ঘনঘটা
নাকি বৃষ্টির মাঝে হঠাৎ আকাশ থেকে ছুটে আসা বজ্রপাতের আলোকচ্ছটা

শূন্যতা কি,
দিন শেষে বাড়ি ফেরার সময়
মনের মাঝে শুধু তোমার হাসি খুঁজে বেড়ানো

শূন্যতা কি,
শীতের রাতে কুয়াশার ঝিরিঝিরি শব্দ
নাকি গভীর রাতের ষোড়শী সে কাপন

শূন্যতা কি,
গহীন জঙ্গলে হারিয়ে যাওয়া
নাকি তোমার ছোঁয়া খুঁজে পাওয়া

শূন্যতা কি,
অনেক হাসির মাঝে তোমার হাসি খুঁজে বেড়ানো
নাকি তোমার ঠোঁটের কোণে তাকিয়ে থাকা

আমার এই শূন্যতা কি তোমাকে বিষণ্ন করবে,
হয়তোবা করবে, তুমি কি সেটা বুঝবে।

বন্ধু তোমাকে অনেক ভালোবাসি
তাই হয়তো শূন্যতা আমাকে গ্রাস করেছে,
বুঝিয়ে গিয়েছে তুমি ছাড়া আসলে এসব শূন্য।

3 Min.