3 min

উচ্চ মাধ্যমিকে পঞ্চম বাঁকুড়া জেলায় প্রথম সুস্বাতী কুন্ডু বড়ো হয়ে নিজেকে নৃত্য শিল্পী হিসেবে ‪প‬ Bankura24x7

    • Daily News

কেও হতে চায় ডাক্তার, কেও বা ইঞ্জিনিয়ার,কিন্তু রাজ্যের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করা বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী সুস্বাতী কুন্ডুর ইচ্ছে বড়ো হয়ে নিজেকে নৃত্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করা। ছোটো থেকেই নাচের তালিম নিচ্ছে সে। বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি এলাকার বাসিন্দা সুস্বাতীর প্রিয় বিষয় ভুগোল।এখন ভুগোল নিয়ে পড়াশোনা করারা পাশাপাশি, নিজেকে সফল নৃত্য শিল্পী হিসেবে গড়ার জন্য লড়াই শুরু করে দিয়েছে সুস্বাতী সে এবার ৪৯২ নাম্বার পেয়ে সে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে।
সুস্বাতীর বাবা প্রণব কুন্ডু পেশায় স্কুল শিক্ষক।তিনি, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হওয়ার আগেই মেয়েকে হোয়াটসঅ্যাপে আগাম রেজাল্ট পাঠিয়ে ছিলেন।সেই নাম্বার থেকে ৬ নাম্বার বেশী পেয়েছে সুস্বাতী।প্রণব বাবু বলেন, একটা পরীক্ষায় সে এক ঘন্টা দেরিতে পরীক্ষা হলে পোঁছয়।তথ্য বিভ্রাটের জন্যই এই সমস্যায় পড়ে সে। তা না হলে প্রথম তিনে জায়গা করে নিত সুস্বাতী।

কেও হতে চায় ডাক্তার, কেও বা ইঞ্জিনিয়ার,কিন্তু রাজ্যের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করা বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী সুস্বাতী কুন্ডুর ইচ্ছে বড়ো হয়ে নিজেকে নৃত্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করা। ছোটো থেকেই নাচের তালিম নিচ্ছে সে। বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি এলাকার বাসিন্দা সুস্বাতীর প্রিয় বিষয় ভুগোল।এখন ভুগোল নিয়ে পড়াশোনা করারা পাশাপাশি, নিজেকে সফল নৃত্য শিল্পী হিসেবে গড়ার জন্য লড়াই শুরু করে দিয়েছে সুস্বাতী সে এবার ৪৯২ নাম্বার পেয়ে সে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে।
সুস্বাতীর বাবা প্রণব কুন্ডু পেশায় স্কুল শিক্ষক।তিনি, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হওয়ার আগেই মেয়েকে হোয়াটসঅ্যাপে আগাম রেজাল্ট পাঠিয়ে ছিলেন।সেই নাম্বার থেকে ৬ নাম্বার বেশী পেয়েছে সুস্বাতী।প্রণব বাবু বলেন, একটা পরীক্ষায় সে এক ঘন্টা দেরিতে পরীক্ষা হলে পোঁছয়।তথ্য বিভ্রাটের জন্যই এই সমস্যায় পড়ে সে। তা না হলে প্রথম তিনে জায়গা করে নিত সুস্বাতী।

3 min