7 min

ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ | ইসলা‪ম‬ হামদ ও নাথ | Islamic Poems

    • Music

Listen on YouTube | Facebook @mtabangla



কেন ওরে ইসলাম, আঁখি কোণে তাের জল

জ্বরাজীর্ণ, হ’ল কেন তব, সুন্দর দেহ বল?

মনে পড়ে তুমি, এসেছিলে যবে হেরা গুহে আরবের;

স্বরগে-মরতে, আকাশে-বাতাসে উঠেছিল মহাঝড়।

শিশু হেন তোর, মক্কা নগরে, তেরটি বছর গেল |

না চিনিয়া আহা! জাহিল লােকেরা, কত না যাতনা দিল।

অবশেষে তুমি, বালক বয়সে, মদিনাতে গেলে চলি

পথে গারে-সাওর, মরু প্রান্তর, ধীরে ধীরে পার হলি।

শশীকলা সম, বেড়ে হয়েছিলে, সুঠাম নওজোয়ান;

আনসার আর মােহাজেরে মিলে, গেয়েছিলে জয়গান।

গগণ-ভূবণ, করি’ আলােড়ন, সাজিয়া প্রভঞ্জন;

| বিজলি হাঁকিয়া, বারি বরষিয়া, জিয়াইলে মরাগণ।

কামী, ক্রোধী, লােভী, উম্মি-আরবী, যত ছিল বেদুঈন,

তােমার পরশে, হইল নিমিষে জ্ঞানী, শানী, সালেহীন।

আরব গগণে, বজ্রের হেন ঘােষে তব জয়গান

ভূ-ভাগে ভূ-ভাগে, বাতাসের আগে, এসেছিল সেই তান।

তােমার দাপটে, কাপিল মেদিনী, কাপে যত রাজগণ;

ছেড়ে রাজাসন, করে পলায়ন, শুনে তব আগমন।

জুলুম করনি কাহারেও তুমি, দিয়াছ সাম্যবাণী

ধর্মের নামে, হ’তে দাও নাই, গ্লানিকর হানাহানি।

দেখিতে দেখিতে, ফেলেছিলে জাল, পৃথিবীর কোণে কোণে;

বিজাতি বহুল, আসে দলে দল, তােমার বারতা শুনে।

“ইসলাম যারা করিবে গ্রহণ, পাইবে স্বর্গোদ্যান”

না শুধু আখেরে, দুনিয়া মাঝারে, করিলে তাহা প্রমাণ।

নিজ ভাই খুন, কেহ করে পান, মদেতে মাতাল কেহ।

সারা দেহ তাের, বেদনা আঁতুর, আঁখি তাই ছল ছল;

গভীর রজনী জাগে নাত কেহ, কে মুছাবে আঁখি জল?

শয়তান তার সেনা করে জড়, আকাশ পাতাল জুড়ে;

বলে, ওরে রােগা! বদরের' দাদ, লব আজি মেরে তােরে ।

হেন কালে এক, ডাক্তার ভেজে, বদরের বিধাতায়;

ক্ষুরধার এক, ছুরিকা হাতেতে, দিল নিজ করুণায়।

দলাদলি যত, গাটি শত শত, কেটে করে ফলা ফলা;

পচা খুন সম, দুষ্টের দলে, দূরে ফেলে দলাদলা।

বিধাতায় কহে, ডাক্তারে ডাকি, ওহে দ্বীন-বনমালী

ভাটীয়াল তরী, চলিবে উজান, মজবুত রাখ হালী।

চলিতে

Listen on YouTube | Facebook @mtabangla



কেন ওরে ইসলাম, আঁখি কোণে তাের জল

জ্বরাজীর্ণ, হ’ল কেন তব, সুন্দর দেহ বল?

মনে পড়ে তুমি, এসেছিলে যবে হেরা গুহে আরবের;

স্বরগে-মরতে, আকাশে-বাতাসে উঠেছিল মহাঝড়।

শিশু হেন তোর, মক্কা নগরে, তেরটি বছর গেল |

না চিনিয়া আহা! জাহিল লােকেরা, কত না যাতনা দিল।

অবশেষে তুমি, বালক বয়সে, মদিনাতে গেলে চলি

পথে গারে-সাওর, মরু প্রান্তর, ধীরে ধীরে পার হলি।

শশীকলা সম, বেড়ে হয়েছিলে, সুঠাম নওজোয়ান;

আনসার আর মােহাজেরে মিলে, গেয়েছিলে জয়গান।

গগণ-ভূবণ, করি’ আলােড়ন, সাজিয়া প্রভঞ্জন;

| বিজলি হাঁকিয়া, বারি বরষিয়া, জিয়াইলে মরাগণ।

কামী, ক্রোধী, লােভী, উম্মি-আরবী, যত ছিল বেদুঈন,

তােমার পরশে, হইল নিমিষে জ্ঞানী, শানী, সালেহীন।

আরব গগণে, বজ্রের হেন ঘােষে তব জয়গান

ভূ-ভাগে ভূ-ভাগে, বাতাসের আগে, এসেছিল সেই তান।

তােমার দাপটে, কাপিল মেদিনী, কাপে যত রাজগণ;

ছেড়ে রাজাসন, করে পলায়ন, শুনে তব আগমন।

জুলুম করনি কাহারেও তুমি, দিয়াছ সাম্যবাণী

ধর্মের নামে, হ’তে দাও নাই, গ্লানিকর হানাহানি।

দেখিতে দেখিতে, ফেলেছিলে জাল, পৃথিবীর কোণে কোণে;

বিজাতি বহুল, আসে দলে দল, তােমার বারতা শুনে।

“ইসলাম যারা করিবে গ্রহণ, পাইবে স্বর্গোদ্যান”

না শুধু আখেরে, দুনিয়া মাঝারে, করিলে তাহা প্রমাণ।

নিজ ভাই খুন, কেহ করে পান, মদেতে মাতাল কেহ।

সারা দেহ তাের, বেদনা আঁতুর, আঁখি তাই ছল ছল;

গভীর রজনী জাগে নাত কেহ, কে মুছাবে আঁখি জল?

শয়তান তার সেনা করে জড়, আকাশ পাতাল জুড়ে;

বলে, ওরে রােগা! বদরের' দাদ, লব আজি মেরে তােরে ।

হেন কালে এক, ডাক্তার ভেজে, বদরের বিধাতায়;

ক্ষুরধার এক, ছুরিকা হাতেতে, দিল নিজ করুণায়।

দলাদলি যত, গাটি শত শত, কেটে করে ফলা ফলা;

পচা খুন সম, দুষ্টের দলে, দূরে ফেলে দলাদলা।

বিধাতায় কহে, ডাক্তারে ডাকি, ওহে দ্বীন-বনমালী

ভাটীয়াল তরী, চলিবে উজান, মজবুত রাখ হালী।

চলিতে

7 min

Top Podcasts In Music

Feedback med Egon Holstad
iTromsø
100 Best Albums Radio
Apple Music
Artistpodden
GramArt
The Story of Classical
Apple Music
Christine Dancke
Vrang Produksjon
Tomorrowland Friendship Mix
Tomorrowland - One World Radio