4 min

ইসলামি গান | মুসলমান | Molvi Mohammad Salimullah হামদ ও নাথ | Islamic Poems

    • Music

Listen on YouTube | Facebook @mtabangla

আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

খেলাফতের রজ্জু ধরেছি, যায় যাবে যাক প্রাণ,

আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

বিশ্বের মাঝে, মুসলিম জাতি, একতা হারিয়ে আজি

ভাতৃ ঘাতী, যুদ্ধেতে মাতি, নিজে নিজে গাজী সাজি,

অভিশপ্ত ইহুদীর হাতে হইতেছে অপমান।

আহমদী মােরা খেলাফত ধরে রেখেছি সবার মান

এসাে এসাে ভাই, শান্তির নীড়ে কেন কর অভিমান,

আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

জামাত মােদের হইয়াছে খাড়া পৃথিবীর কোণে কোণে,

যেখানেই আছি, উঠি বসি মােরা, খলিফার বাণী শুনে।

শৃঙ্খল এযে বড়ই মধুর যেন সে গুলিস্তান,

সারি বেঁধে মােরা মানিয়া চলেছি খলিফার ফরমান।

মােদের দেখিয়া ত্রিত্ববাদীরা সকলে কম্পমান,

আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

খলিফার পরে সকল দেশেই আমীর বিদ্যমান,

জামাতে জামা’তে, প্রেসিডেন্ট আছে, মানিতেছে ফরমান।

বিশ্ব জুড়িয়া, কাতার বাঁধিয়া, হইতেছি আগুয়ান,

আপন স্বার্থ ত্যাগিয়া পেয়েছি একতার সম্মান।

এক সুরে মােরা তান ধরিয়াছি সকলে মুসলমান,

"আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

দিকে দিকে আজি শান্তির বাণী, আমরা করেছি দান

মুখে সারি গান ‘লা শরীক প্রভু, আল্লাহ্ রহমান।

সর্ব জাতির মানুষ মিলিয়া হয়ে গেছি ভাই ভাই,

ভালবাসা আছে সকলের তরে দুশমনী কারাে নাই।

প্রীতির বাঁধন ভাঙ্গিতে আজি পারিবে না শয়তান,

আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

এই পৃথিবীর যে কোন দেশেতে, মােদের আঞ্জুমান

যে কেহই যাবে, দেখিতে পাইবে মানবের সম্মান।

অনুপম জীবন দেখিতে বাসনা রাবওয়াতে এসাে ভাই

একতা আর মহব্বতের নমুনা জগতে নাই।

সব মুমেনীন ইসলামী দেহ, খলিফা মােদের প্রাণ,

আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

মানবতা আজি ডুকরিয়া কাদে, সন্ত্রাস সবখানে,

শুভ্র পতাকা আমাদের হাতে, মধুর শান্তি আনে।

সাদা কালাে আর ছােট বড়

Listen on YouTube | Facebook @mtabangla

আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

খেলাফতের রজ্জু ধরেছি, যায় যাবে যাক প্রাণ,

আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

বিশ্বের মাঝে, মুসলিম জাতি, একতা হারিয়ে আজি

ভাতৃ ঘাতী, যুদ্ধেতে মাতি, নিজে নিজে গাজী সাজি,

অভিশপ্ত ইহুদীর হাতে হইতেছে অপমান।

আহমদী মােরা খেলাফত ধরে রেখেছি সবার মান

এসাে এসাে ভাই, শান্তির নীড়ে কেন কর অভিমান,

আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

জামাত মােদের হইয়াছে খাড়া পৃথিবীর কোণে কোণে,

যেখানেই আছি, উঠি বসি মােরা, খলিফার বাণী শুনে।

শৃঙ্খল এযে বড়ই মধুর যেন সে গুলিস্তান,

সারি বেঁধে মােরা মানিয়া চলেছি খলিফার ফরমান।

মােদের দেখিয়া ত্রিত্ববাদীরা সকলে কম্পমান,

আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

খলিফার পরে সকল দেশেই আমীর বিদ্যমান,

জামাতে জামা’তে, প্রেসিডেন্ট আছে, মানিতেছে ফরমান।

বিশ্ব জুড়িয়া, কাতার বাঁধিয়া, হইতেছি আগুয়ান,

আপন স্বার্থ ত্যাগিয়া পেয়েছি একতার সম্মান।

এক সুরে মােরা তান ধরিয়াছি সকলে মুসলমান,

"আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

দিকে দিকে আজি শান্তির বাণী, আমরা করেছি দান

মুখে সারি গান ‘লা শরীক প্রভু, আল্লাহ্ রহমান।

সর্ব জাতির মানুষ মিলিয়া হয়ে গেছি ভাই ভাই,

ভালবাসা আছে সকলের তরে দুশমনী কারাে নাই।

প্রীতির বাঁধন ভাঙ্গিতে আজি পারিবে না শয়তান,

আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

এই পৃথিবীর যে কোন দেশেতে, মােদের আঞ্জুমান

যে কেহই যাবে, দেখিতে পাইবে মানবের সম্মান।

অনুপম জীবন দেখিতে বাসনা রাবওয়াতে এসাে ভাই

একতা আর মহব্বতের নমুনা জগতে নাই।

সব মুমেনীন ইসলামী দেহ, খলিফা মােদের প্রাণ,

আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

মানবতা আজি ডুকরিয়া কাদে, সন্ত্রাস সবখানে,

শুভ্র পতাকা আমাদের হাতে, মধুর শান্তি আনে।

সাদা কালাে আর ছােট বড়

4 min

Top Podcasts In Music

100 Best Albums Radio
Apple Music
Feedback med Egon Holstad
iTromsø
Christine Dancke
Vrang Produksjon
Sticky Notes: The Classical Music Podcast
Joshua Weilerstein
The Story of Classical
Apple Music
Something About the Beatles
Evergreen Podcasts