52 episodes

Bankura24X7 is a Dedicated News and Current Affairs Podcast Exclusively for Bankura District,West Bengal,India.

Bankura24x7 Bankura 24x7

    • News

Bankura24X7 is a Dedicated News and Current Affairs Podcast Exclusively for Bankura District,West Bengal,India.

    আন্ডারগ্রাউন্ডে এতো কিছু!ইউরোপিয়ান ক্যাফে,মিনি থিয়েটার,সেলফি জোন,আর হরেক খাবার মিলছে মেগা ছাড়

    আন্ডারগ্রাউন্ডে এতো কিছু!ইউরোপিয়ান ক্যাফে,মিনি থিয়েটার,সেলফি জোন,আর হরেক খাবার মিলছে মেগা ছাড়

    বাঁকুড়ায় চালু হয়ে গেল ইউরোপিয়ান শৈলীতে গড়ে তোলা অভিনব ক্যাফে। তাও আবার মাটির নিচে! শহর বাঁকুড়ার স্কুলডাঙ্গার আকৃতি অ্যাপার্টমেন্টের একেবারে আন্ডারগ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই ক্যাফে। লাইট ও সাউন্ডের যুগলবন্দি আর ইউরোপিয়ান আদলে অন্দর সজ্জা আপনার মন জয় করে নেবে।এই ক্যাফের এক- একটি জোন গড়ে তোলা হয়েছে ভিন্ন,ভিন্ন থিমে।বাঁকুড়ায় এই প্রথম কোন ক্যাফেতে থিমের ছোঁয়া পাবেন আপনি। সেলফি জোন,মিনি থিয়েটার,ডান্সিং ফ্লোর যেমন আছে তেমনি রয়েছে দোলনা,নিচে গদিতে বসে খাওয়া,দাওয়া করার সুবিধা।এছাড়া ক্যাপলদের জন্য থাকছে আলাদ কেবিনও। আছে ধুমপায়ীদের জন্য একেবারে পৃথক স্মোকিং জোনের সুবিধা।পুরো ক্যাফের অন্দর সজ্জার পরতে,পরতে রয়েছে ইউরোপিয়ান ছোঁয়া৷এমন এক অভিনব ক্যাফে উপহার পেয়ে বেজায় খুশী বাঁকুড়াবাসী।
    কলকাতার ক্যাফে বিশেষজ্ঞ সৌভিক রায়ের তত্ত্বাবধানে গড়ে উঠেছে এই আন্ডারগ্রাউন্ড ক্যাফে। এই ক্যাফেতে ইউরোপিয়ান,চাইনিজ,
    কন্টিনেন্টাল নানান ডিশ থাকছে। আর থাকছে মোমোর যাদু।এখানকার সিগনেচার ডিশ হল ইউনিক গ্রেভী মোমো।যা একবার খেলে বারবার আসবেন আপনিও। এছাড়া থাকছে স্পেশাল ক্রিসপি চিকেন,ফিস ফিংগার ও নানান ইউনিক স্ন্যাকসের পসরা। আর ঠান্ডা পানীয়ের ককটেল ও মকটেল। সৌভিক বাবু জানালেন, বাঁকুড়া বাসী একেবারে ভিন্ন রুচি ও ভিন্ন স্বাদের খাবারের পরিষেবা পাবেন এখানে।

    গ্র‍্যান্ড ওপেনিং অফার চলবে ৩ রা জুন পর্যন্ত। ক্যাপলদের জন্য সরাসরি ২০% ছাড় থাকছে আর সিংঙ্গেলদের জন্য ১৫% ছাড়। আর ৫০০ টাকার খাবার অর্ডার দিলে মকটেল মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া গ্রুপ বুকিং এ- থাকছে বিশেষ আকর্ষনীয় অফার। বিস্তারিত জানতে সরাসরি ফোন করে নিতে পারেন আন্ডারগ্রাউন্ড ক্যাফের হেল্পলাইনে। যার নাম্বার হল 9153008903।বাঁকুড়ার এই অভিনব ক্যাফের এম্বিয়েন্স এবং এখা

    • 4 min
    মাইন্ড মন্ত্র অ্যাবাকাসের কামাল,ন্যাশনাল ম্যাথ কম্পিটিশনে বসল বাঁকুড়া শহরের প্রায় ১২০০ পড়ুয়া

    মাইন্ড মন্ত্র অ্যাবাকাসের কামাল,ন্যাশনাল ম্যাথ কম্পিটিশনে বসল বাঁকুড়া শহরের প্রায় ১২০০ পড়ুয়া

    অংকের ভয়,ভীতি কে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে ক্ষুদেরা৷ বাঁকুড়া শহরের ক্ষুদে পড়ুয়াদের ব্রেণ জিম আর বৈদিক অংক শেখানোর পাশাপাশি তাদের কাঙ্ক্ষিত মানে উন্নীত করার কাজ করে চলেছে মাইন্ড মন্ত্র অ্যাবাকাস। গত কয়েক বছর ধরে এই সংস্থার পড়ুয়ারা জাতীয়,ও রাজ্য স্তরে নানান প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করার পাশাপাশি,এক ঝাঁক পড়ুয়া জাতীয় স্তরে ভালো র‍্যাঙ্ক করে নজীর গড়েছে। রবিবার বাঁকুড়া শহরের বঙ্গ বিদ্যালয়ে ন্যাশনাল ম্যাথ কম্পিটিশনে অংশ নেয় প্রায় ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত বিভিন্ন বিভাগ মিলিয়ে প্রায় ১২০০ ছাত্র- ছাত্রী। মাইন্ড মন্ত্রের ন্যাশনাল ম্যাথ চ্যাম্পিয়নশিপের পরীক্ষায় মুন্সীয়ানার সাথে উত্তর লিখে এদিন নজর কাড়ে শহরের ক্ষুদে পড়ুয়ার দল। মাইন্ড মন্ত্রের কলকাতা থেকে বিপনন আধিকারিকরা এদিন অভিভাবকদের নিয়ে সেমিনারেরও আয়োজন করেন। মাইন্ড মন্ত্রের এই অ্যাবাকাস স্কুল পড়ুয়াদের নয়া দিশা দেখাচ্ছে তা একবাক্যে মেনে নিয়েছেন অভিভাবকরাও।আর পড়ুয়াদের দাবি, তাদের অংকের ওপর ভয় কেটে গেছে। অনেক কম সময়ে জটিল অংক কষায় তাদের আর কোন সমস্যা হচ্ছে না। এদিনের পরীক্ষাও তারা ভালো দিয়েছে।
    অন্যদিকে,মাইন্ড মন্ত্রের প্রধান বিপপণ আধিকারিক শৈবাল সেন শর্মা বলেন, এদিন, সিটি রাউন্ডের পরীক্ষা হল।এরপর ডিস্ট্রিক্ট লেভেলের পরীক্ষা টপকে জাতীয় স্তরের পরীক্ষায় অংশ নিতে পারবে পরীক্ষার্থীরা।তারই বাছাই পর্বের সিটি রাউন্ডের পরীক্ষা এদিন অনুষ্ঠিত হল। জাতীয় স্তরে গোল্ড,সিলভার প্রভৃতি মেডেলের পাশাপাশি ক্যাশ প্রাইজও রয়েছে।
    আপনিও চাইলে আপনার শিশুকে এখানে ভর্তি করতে পারেন৷ ৪-১৪ বছরের ছেলে,মেয়েরা ভর্তি হতে পারবে মাইন্ড মন্ত্রের অ্যাবাকাস সেন্টারে।সারা বাঁকুড়া জেলায় বিভিন্ন জায়গায় সংস্থার শাখা রয়েছে। ভর্তির সম্পর্ক

    • 5 min
    সিসিটিভি ক্যামেরা খোলা নিয়ে বিতর্ক,স্ট্রং রুমের থেকে ইভিএম বদলের অভিযোগ তুলে সরব সৌমিত্র।

    সিসিটিভি ক্যামেরা খোলা নিয়ে বিতর্ক,স্ট্রং রুমের থেকে ইভিএম বদলের অভিযোগ তুলে সরব সৌমিত্র।

    বিষ্ণুপুরের কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে সিসিটিভি খোলাকে কেন্দ্র করে বিতর্ক চরমে। এই ঘটনা সোস্যাল মিডিয়াতে রিতীমতো ভাইরাল হয়েছে৷ লাইভ পোস্টে খোদ বিজেপি প্রার্থী সৌমিত্র খান দাবী করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার এবং আইসির মদতে ইভিএম বদলের চেষ্টা চালানোর সময় তিনি ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি খোলা হাতে,নাতে ধরে ফেলেন। এমনকি এই ঘটনায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে লিখিত অভিযোগও জানানো হয়। যদিও,যিনি ক্যামেরা খুলছিলেন তার দাবী,এগুলো ডিসিআরসির জন্য লাগানো হয়েছিল।ইভিএম স্ট্রং রুমে ঢুকে যাওয়ায় এই ক্যামেরা খোলা হচ্ছে।
    এদিকে,এই ঘটনার ভিডিও দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বঙ্গ বিজেপির সহ কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য। তিনি অতিরিক্ত পুলিশ সুপার ও আইস্যার বিরুদ্ধে স্ট্রং রুমের সিসিটিভি খুলে দেওয়া ও ইভিএম বদলের অভিযোগ তোলেন। এদিকে,বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তথা সৌমিত্র বাবুর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল বলেন,হার নিশ্চিত জেনেই নিজের ব্যর্থতা ঢাকতে এসব ভুয়ো অভিযোগ তুলে দলের কাছে অজুহাত খাড়া করছেন সৌমিত্র খান।
    অন্যদিকে,এই স্ট্রং রুম বিতর্কের জেরে সৌমিত্র খান এবং সুজাতা মন্ডল দুজনেই স্ট্রং রুমে নজরদারি চালাতে সেখানে ঘাঁটি গেড়েছেন। যদিও,জেলা নির্বাচন দপ্তর সুত্রে জানা গেছে, এই সিসিটিভি ডিসি,আরসিতে লাগানো ছিল।এগুলোর প্রয়োজনীয়তা শেষ হয়ে যাওয়ায় তা খোলার কাজ চলছিল।এর নিয়ে বিতর্কের কোন প্রশ্নই ওঠে না।

    • 4 min
    উচ্চ মাধ্যমিকে পঞ্চম বাঁকুড়া জেলায় প্রথম সুস্বাতী কুন্ডু বড়ো হয়ে নিজেকে নৃত্য শিল্পী হিসেবে প

    উচ্চ মাধ্যমিকে পঞ্চম বাঁকুড়া জেলায় প্রথম সুস্বাতী কুন্ডু বড়ো হয়ে নিজেকে নৃত্য শিল্পী হিসেবে প

    কেও হতে চায় ডাক্তার, কেও বা ইঞ্জিনিয়ার,কিন্তু রাজ্যের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করা বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী সুস্বাতী কুন্ডুর ইচ্ছে বড়ো হয়ে নিজেকে নৃত্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করা। ছোটো থেকেই নাচের তালিম নিচ্ছে সে। বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি এলাকার বাসিন্দা সুস্বাতীর প্রিয় বিষয় ভুগোল।এখন ভুগোল নিয়ে পড়াশোনা করারা পাশাপাশি, নিজেকে সফল নৃত্য শিল্পী হিসেবে গড়ার জন্য লড়াই শুরু করে দিয়েছে সুস্বাতী সে এবার ৪৯২ নাম্বার পেয়ে সে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে।
    সুস্বাতীর বাবা প্রণব কুন্ডু পেশায় স্কুল শিক্ষক।তিনি, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হওয়ার আগেই মেয়েকে হোয়াটসঅ্যাপে আগাম রেজাল্ট পাঠিয়ে ছিলেন।সেই নাম্বার থেকে ৬ নাম্বার বেশী পেয়েছে সুস্বাতী।প্রণব বাবু বলেন, একটা পরীক্ষায় সে এক ঘন্টা দেরিতে পরীক্ষা হলে পোঁছয়।তথ্য বিভ্রাটের জন্যই এই সমস্যায় পড়ে সে। তা না হলে প্রথম তিনে জায়গা করে নিত সুস্বাতী।

    • 3 min
    চাকরির নামে আর্থিক প্রতারণা,ফের সক্রিয় প্রিয়াঙ্কা,ওন্দায় তৃণমূল পার্টি অফিসে ধর্ণা- বিক্ষোভ ত

    চাকরির নামে আর্থিক প্রতারণা,ফের সক্রিয় প্রিয়াঙ্কা,ওন্দায় তৃণমূল পার্টি অফিসে ধর্ণা- বিক্ষোভ ত

    বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের বিড়ম্বনায় ওন্দার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব!প্রতিবাদী তৃণমূল কর্মী প্রিয়াঙ্কা গোস্বামী ফের সক্রিয় হলেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশীষ দের বিরুদ্ধে। অভিযোগ, চাকরি দেওয়ার নামে প্রায় ৭০ জনেরর কাছে লাখ,লাখ টাকা প্রতারণা করেন তৃণমূল নেতা আশীষ বাবু। তা নিয়ে জলঘোলাও কম হয়নি। সম্প্রতি ওন্দায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় বৃদ্ধার ছদ্মবেশে এই চাকরি প্রতারণা কাণ্ডের নালিশ করেন প্রিয়াঙ্কা দেবী।পঞ্চায়েত ভোটে এই ঘটনাকে ইস্যুও করে বিরোধীরা। ভোটের ফল বের হতেই ১২ জুলাই রামসাগরে প্রিয়াঙ্কা দেবীর স্বামী ফিস্ট করার সময় আশীষ দে দলবল নিয়ে তাদের ওপর চড়াও হয়। মারধর করে এবং প্রিয়াঙ্কা দেবী স্বামী কে বাঁচাতে গেলে তার ওপরও হামলা চালানো ও মারধরের অভিযোগ ওঠে এই ওন্দা ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশীষ দে ও তার অনুগামীদের বিরুদ্ধে। এবং এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে, পুলিশ আশীষ বাবু ও তার এক অনুগামী দোলন পরামানিককে গ্রেফতার করে। তারা এখন আদলতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন। প্রিয়াঙ্কা দেবীর অভিযোগ, কোভিড মহামারির সময় চাকরি দেওয়ার নামে প্রায় ৭০ জনের কাছে লাখ,লাখ টাকা আদায় করেন আশীষ দে। প্রিয়াঙ্কা দেবী প্রথম থেকেই এই প্রতারণার ঘটনায় সক্রিয় থাকায় ওন্দা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি উত্তম কুমার বীটের হস্তক্ষেপে তাকে প্রায় অর্ধেক টাকা ফিরিয়ে দিয়েছেন. কিন্তু বাকীরা টাকা ফেরত পাননি। তাই ওই প্রতারিতদের সাথে নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে প্রিয়াঙ্কা গোস্বামী নেতৃত্ব ওন্দা তৃণমূল কংগ্রেসের ব্লক অফিসে ধর্ণা বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসেরই এক

    • 4 min
    বিজেপি নেতাদের বাড়ী ঘেরাও করতে এলেই বিচুটি হামলা আর মারের নিদান!তৃণমূল নেতাদের শরীরের বীমা করা

    বিজেপি নেতাদের বাড়ী ঘেরাও করতে এলেই বিচুটি হামলা আর মারের নিদান!তৃণমূল নেতাদের শরীরের বীমা করা

    বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।আজ ওন্দার রামসাগরে বিজেপির পঞ্চায়েত ভোটের বিজয় মিছিলে যোগ দিয়ে সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসুচির প্রসঙ্গ টেনে তৃণমূল কে তীব্র ভাষায় আক্রমণ করেন বিধায়ক অমরনাথ শাখা। তিনি তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ে শহীদ দিবসকে ডিম ভাতের আসর বলে কটাক্ষ করার পাশাপাশি,তৃণমূল নেতাদের প্রতি হুঙ্কার দিয়ে বলেন বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে আসার আগে নিজেদের শরীরের বীমা করিয়ে নিন।পাশাপাশি,তার দলের কার্যকর্তাদের তিনি নির্দেশ দেন,কেও বাড়ি ঘেরাও করতে এলেই বিচুটি পাতা দিয়ে পালটা হামলা চালানোর। আর তাতেও কাজ না হলে একটু উত্তম,মধ্যম দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়ারো নিদান দেন।আর তৃণমূল নেতাদের প্রতি তার হুঙ্কার, বাড়ি ঘেরাও করতে আসবেন দুই পায়ে ঠিকই। কিন্তু নিজের বাড়ি যেতে হবে চার পায়ে কাঁধে চেপে। তার এই হুমকি কে ঘিরে জেলার রাজনৈতিক মহলে জোর আলোড়ন পড়ে গিয়েছে।
    প্রসঙ্গত,ওন্দার বিজেপি বিধায়ক আমরনাথ শাখা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বহুবার এমন বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন। তাকে নিয়ে চর্চাও হয়েছে রাজনৈতিক মহলে। এবারের মন্তব্যকে অবশ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আমল দিতেই চাইছেন না। তাদের দাবি,গলার জোরে আর বেফাঁস বকে মানুষকে বিভ্রান্ত করার যে ফাঁদ বিজেপি বিধায়কের পেতেছেন তাতে যে কেও পা দেবেন না,সেটা বোঝা উচিত অমরনাথ বাবুর। না হলে নিজের ফাঁদে নিজেই পড়বে বিজেপি।

    • 3 min

Top Podcasts In News

Africa Daily
BBC World Service
Global News Podcast
BBC World Service
Candace
Candace Owens
Focus on Africa
BBC World Service
The Global Story
BBC World Service
Straight Talk Africa - VOA Africa
VOA Africa