8 min

পর্ব ৬: অটিজম এবং পরিবার পরিকল্পনা | Episode 6: Autism and Family Planning Kisholoy

    • Parenting

তবে সবকিছু ছাড়িয়ে আরো একটি বিষয় আমাদেরকে ব্যাপক প্রভাবিত করছিলো - আমাদের পুরো বাসা জুড়ে কোনো স্বাভাবিক শিশুসুলভ কর্মকান্ড ছিলো না। তাহমিদ বাইরের কোথাও থাকতে চায় না, অন্য বাচ্চাদের সাথে মিশতে দেয়ার সুযোগ হিসেবে আমাদের কাছে তখন একটাই সমাধান মাথায় আসছিলো - আরেকটা বাচ্চা নিয়ে নেয়া। আমাদের শারীরিক অবস্থা, তাহমিদের সাথে বয়সের দুরুত্ব - এসব দিক দিয়ে যদিও খানিকটা দেরি হয়ে গিয়েছিলো, কিন্তু আমরা মনে করছিলাম তখনও আমাদের সুযোগ ছিলো। তবে একটা জিনিসই বারবার চিন্তায় আসছিলো তা হলো অটিজম সংক্রান্ত সাধারণ পরিসংখ্যান এবং বিজ্ঞান। এটাকে ঠেকানোর জন্য আমরা উল্টা পথে চিন্তা শুরু করলাম - এই বিজ্ঞানের হিসেবেই ৮০ থেকে ৫০ শতাংশ সম্ভাবনা হলো পরের সন্তান স্বাভাবিক হবার। হাজারো নেতিবাচক বিষয়ের মধ্যে আমরা চেষ্টা করলাম ইতিবাচক চিন্তা করার। মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করলেন।


---

Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/kisholoy/support

তবে সবকিছু ছাড়িয়ে আরো একটি বিষয় আমাদেরকে ব্যাপক প্রভাবিত করছিলো - আমাদের পুরো বাসা জুড়ে কোনো স্বাভাবিক শিশুসুলভ কর্মকান্ড ছিলো না। তাহমিদ বাইরের কোথাও থাকতে চায় না, অন্য বাচ্চাদের সাথে মিশতে দেয়ার সুযোগ হিসেবে আমাদের কাছে তখন একটাই সমাধান মাথায় আসছিলো - আরেকটা বাচ্চা নিয়ে নেয়া। আমাদের শারীরিক অবস্থা, তাহমিদের সাথে বয়সের দুরুত্ব - এসব দিক দিয়ে যদিও খানিকটা দেরি হয়ে গিয়েছিলো, কিন্তু আমরা মনে করছিলাম তখনও আমাদের সুযোগ ছিলো। তবে একটা জিনিসই বারবার চিন্তায় আসছিলো তা হলো অটিজম সংক্রান্ত সাধারণ পরিসংখ্যান এবং বিজ্ঞান। এটাকে ঠেকানোর জন্য আমরা উল্টা পথে চিন্তা শুরু করলাম - এই বিজ্ঞানের হিসেবেই ৮০ থেকে ৫০ শতাংশ সম্ভাবনা হলো পরের সন্তান স্বাভাবিক হবার। হাজারো নেতিবাচক বিষয়ের মধ্যে আমরা চেষ্টা করলাম ইতিবাচক চিন্তা করার। মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করলেন।


---

Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/kisholoy/support

8 min