7 min

পর্ব ৭: অটিজম সম্পর্কে প্রকাশ্যে কথা বলা | Episode 7: Being Open Up about Autism Kisholoy

    • Parenting

অটিজম অবস্থা স্বীকার করা একটা প্রায় অসম্ভব কঠিন কাজ, এই বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলাও একটা কঠিন কাজ। অন্তত আমাদের অভিজ্ঞতায় আমরা তাই বুঝেছি, এবং প্রতি নিয়ত নতুন করে বুঝছি। সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের জীবনের সাধারণ কোনো বিষয় নিয়ে কথা বললে আমাদের বন্ধু, আত্মীয় স্বজন, চেনা অচেনা লোকেরা তাতে প্রতিক্রিয়া জানায়, মন্তব্য করে। যদিও আমাদের বাস্তব জীবনে এসব বায়বীয় প্রতিক্রিয়া প্রায় মূল্যহীন বলা চলে, তারপরও সাধারণ মানবিক কারণে আমরা এসবে কিছুটা উদ্বুদ্ধ হই, অনেক সময় এখান থেকেই নতুন কিছু করার অনুপ্রেরণা আসে। কিন্তু গেলো এক মাসে আমাদের উপলব্ধি হচ্ছে, অটিজম এমন একটি বিষয় যা আমরা প্রকাশ্যে আলোচনা করতে মোটেও পছন্দ করি না - অন্তত আমাদের সাথে যারা এই বায়বীয় জগতে সংযুক্ত তারা অন্তত এই বিষয়টি অন্য চোখে দেখেন।


---

Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/kisholoy/support

অটিজম অবস্থা স্বীকার করা একটা প্রায় অসম্ভব কঠিন কাজ, এই বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলাও একটা কঠিন কাজ। অন্তত আমাদের অভিজ্ঞতায় আমরা তাই বুঝেছি, এবং প্রতি নিয়ত নতুন করে বুঝছি। সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের জীবনের সাধারণ কোনো বিষয় নিয়ে কথা বললে আমাদের বন্ধু, আত্মীয় স্বজন, চেনা অচেনা লোকেরা তাতে প্রতিক্রিয়া জানায়, মন্তব্য করে। যদিও আমাদের বাস্তব জীবনে এসব বায়বীয় প্রতিক্রিয়া প্রায় মূল্যহীন বলা চলে, তারপরও সাধারণ মানবিক কারণে আমরা এসবে কিছুটা উদ্বুদ্ধ হই, অনেক সময় এখান থেকেই নতুন কিছু করার অনুপ্রেরণা আসে। কিন্তু গেলো এক মাসে আমাদের উপলব্ধি হচ্ছে, অটিজম এমন একটি বিষয় যা আমরা প্রকাশ্যে আলোচনা করতে মোটেও পছন্দ করি না - অন্তত আমাদের সাথে যারা এই বায়বীয় জগতে সংযুক্ত তারা অন্তত এই বিষয়টি অন্য চোখে দেখেন।


---

Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/kisholoy/support

7 min