11 episódios

প্রাণের ভাষা বাংলায় শুনুন হামদ, নাথ ও ইসলামিক গজল।

হামদ ও নাথ | Islamic Poems Bangla Nazam (বাংলা নযম)

    • Música

প্রাণের ভাষা বাংলায় শুনুন হামদ, নাথ ও ইসলামিক গজল।

    ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ | ইসলাম

    ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ | ইসলাম

    Listen on YouTube | Facebook @mtabangla



    কেন ওরে ইসলাম, আঁখি কোণে তাের জল

    জ্বরাজীর্ণ, হ’ল কেন তব, সুন্দর দেহ বল?

    মনে পড়ে তুমি, এসেছিলে যবে হেরা গুহে আরবের;

    স্বরগে-মরতে, আকাশে-বাতাসে উঠেছিল মহাঝড়।

    শিশু হেন তোর, মক্কা নগরে, তেরটি বছর গেল |

    না চিনিয়া আহা! জাহিল লােকেরা, কত না যাতনা দিল।

    অবশেষে তুমি, বালক বয়সে, মদিনাতে গেলে চলি

    পথে গারে-সাওর, মরু প্রান্তর, ধীরে ধীরে পার হলি।

    শশীকলা সম, বেড়ে হয়েছিলে, সুঠাম নওজোয়ান;

    আনসার আর মােহাজেরে মিলে, গেয়েছিলে জয়গান।

    গগণ-ভূবণ, করি’ আলােড়ন, সাজিয়া প্রভঞ্জন;

    | বিজলি হাঁকিয়া, বারি বরষিয়া, জিয়াইলে মরাগণ।

    কামী, ক্রোধী, লােভী, উম্মি-আরবী, যত ছিল বেদুঈন,

    তােমার পরশে, হইল নিমিষে জ্ঞানী, শানী, সালেহীন।

    আরব গগণে, বজ্রের হেন ঘােষে তব জয়গান

    ভূ-ভাগে ভূ-ভাগে, বাতাসের আগে, এসেছিল সেই তান।

    তােমার দাপটে, কাপিল মেদিনী, কাপে যত রাজগণ;

    ছেড়ে রাজাসন, করে পলায়ন, শুনে তব আগমন।

    জুলুম করনি কাহারেও তুমি, দিয়াছ সাম্যবাণী

    ধর্মের নামে, হ’তে দাও নাই, গ্লানিকর হানাহানি।

    দেখিতে দেখিতে, ফেলেছিলে জাল, পৃথিবীর কোণে কোণে;

    বিজাতি বহুল, আসে দলে দল, তােমার বারতা শুনে।

    “ইসলাম যারা করিবে গ্রহণ, পাইবে স্বর্গোদ্যান”

    না শুধু আখেরে, দুনিয়া মাঝারে, করিলে তাহা প্রমাণ।

    নিজ ভাই খুন, কেহ করে পান, মদেতে মাতাল কেহ।

    সারা দেহ তাের, বেদনা আঁতুর, আঁখি তাই ছল ছল;

    গভীর রজনী জাগে নাত কেহ, কে মুছাবে আঁখি জল?

    শয়তান তার সেনা করে জড়, আকাশ পাতাল জুড়ে;

    বলে, ওরে রােগা! বদরের' দাদ, লব আজি মেরে তােরে ।

    হেন কালে এক, ডাক্তার ভেজে, বদরের বিধাতায়;

    ক্ষুরধার এক, ছুরিকা হাতেতে, দিল নিজ করুণায়।

    দলাদলি যত, গাটি শত শত, কেটে করে ফলা ফলা;

    পচা খুন সম, দুষ্টের দলে, দূরে ফেলে দলাদলা।

    বিধাতায় কহে, ডাক্তারে ডাকি, ওহে দ্বীন-বনমালী

    ভাটীয়াল তরী, চলিবে উজান, মজবুত রাখ হালী।

    চলিতে

    • 7 min
    ইসলামি গান | খেলাফতের ডাক | Molvi Mohammad Salimullah

    ইসলামি গান | খেলাফতের ডাক | Molvi Mohammad Salimullah

    #mtabangla #MuslimTVBangla

    Listen on YouTube | Facebook @mtabangla

    খেলাফত হ'তে আসিয়াছে ডাক, জাগরে নওজোয়ান,

    তােমাদের হাতে আসিবে বিজয়, সাথে আছে রহমান।

    জাগরে নওজোয়ান (২)

    সাম্প্রদায়িক সীমারেখা আজি, করে দাও চুরমার-

    মুসলিম নামী, যত ভাই সবে, করে দাও একাকার!

    ঐ দেখ চেয়ে, দজ্জালী যারা,

    দুনিয়া ছাইয়া, হইয়াছে খাড়া,

    তােমরা তরুণ, লইয়া কোরআন, হও ত্বরা আগুয়ান।

    জাগরে নওজোয়ান (২)

    ইসলাম নাম শান্তির সুধা, লয়ে যাও ঘরে ঘরে,

    বিলাস-বিভব, আরাম আয়েশ, ছাড়িয়া দ্বীনের তরে,

    ঐ শুন বাজে যুগরণ ভেরী-

    আসিবেরে জয়, হাতে তােমাদের-ই,

    হাসিতে হাসিতে, ইসলাম তরে, হয়ে যাও কোরবান।

    জাগরে নওজোয়ান (২)

    দুরে থাক আজি, সমাজপতিরা, খবর রাখে না যারা-

    কুফরী ফতােয়া, লয়ে টানাটানি, করুক আজিকে তারা!

    জাতির সেরা যে তুমি নওজোয়ান,

    খলিফার আজি, শুন আহ্বান,

    কেবা আছ ভবে, ইসলাম তরে, করিতে জীবন দান।

    জাগরে নওজোয়ান (২)

    আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড ও জার্মানে-

    তােমাদেরই ভাই, লড়িতেছে আহা! একা একা প্রাণপণে;

    কুফরী ফতােয়া, ঠেলি’ ফেলে পায়,

    আগে বাড় আগে, হায় হায় হায়-

    বুঝিবা শহীদ হইল সে ভাই, ছাড় ছাড় অভিমান।

    জাগরে নওজোয়ান (২)

    দ্বীনের মাহদীর, দীক্ষা যাহারা নিয়াছ, নওজোয়ান,

    শুন নাকি ডাক, খেলাফত হ'তে, আসিতেছে ঘনে ঘন!

    দুনিয়া জুড়িয়া, এসলাহি কাজ,

    এই তো সময়, সাজ বীর-সাজ,

    মিথ্যা মায়ার, ছিড়ে ফেল জাল, ত্বরা কর অভিযান।

    জাগরে নওজোয়ান (২)

    খেলাফত হ'তে আসিয়াছে ডাক, জাগরে নওজোয়ান,

    তােমাদের হাতে আসিবে বিজয়, সাথে আছে রহমান।

    জাগরে নওজোয়ান (২)

    MTA Bangla Official Platforms

    Website

    http://mtabangla.tv/

    ------------------------------------------------------------------------

    Facebook

    https://www.facebook.com/mtabangla

    ------------------------------------------------------------------------

    Instagram

    https://www.instagram.com/mtabangla/

    ------------------------------------------------------------------------

    Twitter

    https://twitter.com/mtabangla

    ------------------------------------------------------------------------

    MTA International Official LIVE & Ondemand Service

    Website

    https://www.mta.tv

    ------------------------------------------------------------------------

    Mobile Devices

    MTA International Android App : https://play.google.com/store/apps/de

    • 6 min
    ইসলামি গান | ইসলামের বিজয় অভিযান | Molvi Mohammad Salimullah

    ইসলামি গান | ইসলামের বিজয় অভিযান | Molvi Mohammad Salimullah

    #mtabangla #MuslimTVBangla

    Listen on YouTube | Facebook @mtabangla



    ময়দানে এসেছি ইমাম মাহদীজীর লস্কর;

    রে ভাই

    ওহে দ্বীনদার মুসলমান, রাখ কি খবর?

    ময়দানে এসেছি ইমাম মাহদীজীর লস্কর।

    রে ভাই

    মােদের সাথে লড়তে পারে,

    এমন শক্তি কেবা ধরে,

    কোরআন মােদের সবার করে যেন দীপ্ত-দিবাকর।

    ময়দানে এসেছি ইমাম মাহদীজীর লস্কর।

    নইকো মােরা ছদ্মবেশী

    রাজ্য-লােভী, অবিশ্বাসী,

    ইমাম মাহদীর দীক্ষা নিয়ে, পেয়েছি এলাহির-বর।

    ‘সুলতানুল কলমের জোরে,

    যাই মানবের অন্তঃপুরে

    মােহাম্মদের প্রেমের ডােরে, বান্ধি মােরা সবার কর।

    ময়দানে এসেছি ইমাম মাহদীজীর লস্কর।

    ত্রিত্ববাদের যুক্তি দ্বারা,

    খােদাকে ভাগ করে যারা,

    মাহদীজীর বই পড়ে তারা, কাপছে ভয়ে থর থর।

    বিভিন্ন ভাষায় অর্থ করে,

    বাটি কোরআন ঘরে ঘরে,

    ইসলাম গ্রহণ তাতেই করে শ্বেতাঙ্গ আর কাফ্রি নর।

    ময়দানের এসেছি ইমাম মাহদীজীর লস্কর।

    “লা-ইলাহা ইল্লাল্লাহু

    মােহাম্মাদুর রাসূলুল্লাহ”

    লক্ষ্য মােদের, এই কলেমা, পৌছাইব সবার ঘর!

    MTA Bangla Official Platforms

    Website

    http://mtabangla.tv/

    ------------------------------------------------------------------------

    Facebook

    https://www.facebook.com/mtabangla

    ------------------------------------------------------------------------

    Instagram

    https://www.instagram.com/mtabangla/

    ------------------------------------------------------------------------

    Twitter

    https://twitter.com/mtabangla

    ------------------------------------------------------------------------

    MTA International Official LIVE & Ondemand Service

    Website

    https://www.mta.tv

    ------------------------------------------------------------------------

    Mobile Devices

    MTA International Android App : https://play.google.com/store/apps/details...

    ------------------------------------------------------------------------

    MTA International iOS App : https://apps.apple.com/us/app/mta-international/id942619881

    TV App & Set top boxes

    ------------------------------------------------------------------------

    MTA Smart TV App (Samsun, LG, Android TV, Fire TV)

    https://www.mta.tv/smarttv/

    ------------------------------------------------------------------------

    Android TV App

    https://play.google.com/store/apps/details...

    ------------------------------------------------------------------------

    Amazon Fire TV App

    https://www.amazon.co.uk/MTA-International.../dp/B07SKRMDDH

    ------------------------------------------------------------------------

    MTA Roku TV App

    https://channelstore.roku.com/.../muslim-tv-mta...

    ------------------------------------------------------------------------

    MTA Apple TV App

    https://apps.apple.com/.../mta-international-tv/id1113844800

    • 4 min
    ইসলামি গান | মুসলমান | Molvi Mohammad Salimullah

    ইসলামি গান | মুসলমান | Molvi Mohammad Salimullah

    Listen on YouTube | Facebook @mtabangla

    আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

    খেলাফতের রজ্জু ধরেছি, যায় যাবে যাক প্রাণ,

    আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

    বিশ্বের মাঝে, মুসলিম জাতি, একতা হারিয়ে আজি

    ভাতৃ ঘাতী, যুদ্ধেতে মাতি, নিজে নিজে গাজী সাজি,

    অভিশপ্ত ইহুদীর হাতে হইতেছে অপমান।

    আহমদী মােরা খেলাফত ধরে রেখেছি সবার মান

    এসাে এসাে ভাই, শান্তির নীড়ে কেন কর অভিমান,

    আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

    জামাত মােদের হইয়াছে খাড়া পৃথিবীর কোণে কোণে,

    যেখানেই আছি, উঠি বসি মােরা, খলিফার বাণী শুনে।

    শৃঙ্খল এযে বড়ই মধুর যেন সে গুলিস্তান,

    সারি বেঁধে মােরা মানিয়া চলেছি খলিফার ফরমান।

    মােদের দেখিয়া ত্রিত্ববাদীরা সকলে কম্পমান,

    আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

    খলিফার পরে সকল দেশেই আমীর বিদ্যমান,

    জামাতে জামা’তে, প্রেসিডেন্ট আছে, মানিতেছে ফরমান।

    বিশ্ব জুড়িয়া, কাতার বাঁধিয়া, হইতেছি আগুয়ান,

    আপন স্বার্থ ত্যাগিয়া পেয়েছি একতার সম্মান।

    এক সুরে মােরা তান ধরিয়াছি সকলে মুসলমান,

    "আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

    দিকে দিকে আজি শান্তির বাণী, আমরা করেছি দান

    মুখে সারি গান ‘লা শরীক প্রভু, আল্লাহ্ রহমান।

    সর্ব জাতির মানুষ মিলিয়া হয়ে গেছি ভাই ভাই,

    ভালবাসা আছে সকলের তরে দুশমনী কারাে নাই।

    প্রীতির বাঁধন ভাঙ্গিতে আজি পারিবে না শয়তান,

    আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

    এই পৃথিবীর যে কোন দেশেতে, মােদের আঞ্জুমান

    যে কেহই যাবে, দেখিতে পাইবে মানবের সম্মান।

    অনুপম জীবন দেখিতে বাসনা রাবওয়াতে এসাে ভাই

    একতা আর মহব্বতের নমুনা জগতে নাই।

    সব মুমেনীন ইসলামী দেহ, খলিফা মােদের প্রাণ,

    আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান।

    মানবতা আজি ডুকরিয়া কাদে, সন্ত্রাস সবখানে,

    শুভ্র পতাকা আমাদের হাতে, মধুর শান্তি আনে।

    সাদা কালাে আর ছােট বড়

    • 4 min
    ইসলামি গান | ঈদে মিলাদুন্নবী (সা.) | Molvi Mohammad Salimullah

    ইসলামি গান | ঈদে মিলাদুন্নবী (সা.) | Molvi Mohammad Salimullah

    #MuslimTVBangla #Bangla_Nazam #mtabangla  Listen on YouTube | Facebook @mtabangla 



    ঈদে মিলাদুন্নবী গাে আজিকে, ঈদে মিলাদুন্নবী বারই রবিউল আওয়াল আজিকে ঈদে মিলাদুন্নবী মিলাদ মাহফিলে, আলেম সকলে, সজল নয়নে কন  “এমনি এদিনে, আরব জমিনে নবীজী জন্ম হন।   জান্নাত হতে এসেছিল হুর, করিতে নবীর সেবা।”  দুনিয়াতে যার, কেহ নাহি আর, হুর ছাড়া সেবে কে বা? জন্মের আরও ছয় মাস আগে নবীজী পিতৃহারা,  ছয় বছরের সময়ে নবীর, মাতাজীও গেল মারা।  শিশু নবীজীর তরে দাদাজীর হৃদয়ে বিষম ব্যথা,  কোলে কাঁধে করে, নাতী দুলালেরে, ফিরিছেন যথাতথা।  বিধির বিধানে, কি আছে কে জানে; কেন এ বিরহ জ্বালা?  অষ্ট বছর বয়সে নবীর, দাদাজীরও এল পালা।  দেখি তার পরে শিশু নবীজীরে আবু তালেবের ঘরে।  হাসি খুশি নাই, বসে ঠাই ঠাই, কি জানি কি কথা স্মরে। চাচা সাহেবের ছেলেমেয়েদের খেলাখুলা কোলা হলে,  দেখি নাই কভু আমাদের প্রভু নবীজীরে সেই দলে।।  কচি প্রাণে যার বিধে শােক ভার, সেই জানে তার কথা।  ‘চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিবে তাহার ব্যথা? আজিকে রাতের পূর্ণ চাদের নগ্ন রূপের ফাঁদে,  করুণ কাহিণী নবীর জীবনী, দেখিয়া পরাণ কাঁদে।  হায় হায় মাের! এতীম প্রভুর, শিশু জীবনের ব্যথা,  সহিতে না পারি তাই তাড়াতাড়ি, বলিব বাল্য কথা।  নয় দশ, এগার, তার পরে বার, তের বছরের মাঝে,  গরীব চাচার সংসার আর, চলে নাক বিনা কাজে ।  অগ্নি কণিকা, মরুর বালুকা, পার হয়ে মরুদ্যান,  বকরি চরাতে, রশি লয়ে হাতে, নবীজী চলিয়া যান। ধুলি-বালি আর ঘৰ্মে তাহার হয়ে গেছে একাকার,  ঝাপসা চেহারা বালক বেচারা, দেখে শুধু হাহাকার।  রাখালের দলে মিলিয়া সকলে, খেলে আর গাহে গান,  দূরেতে বসিয়া কি জানি ভাবিয়া, উদাসী নবী প্রাণ। দিন মান ধরি, বসি শিলা পরি, বালক হৃদয় কাঁদে,  মনের সাগরে উঠে আর পড়ে, কত কথা দানা বাঁধে।  আকাশে বাতাসে ক্রন্দন রােল, ভেসে আসে তার কানে,  ব্যথা বেদনায়, ভােগে যারা হায়, পর দু:খ তারা

    • 8 min
    ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ| নবীজী (সা.)-এর শান

    ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ| নবীজী (সা.)-এর শান

    #mtabangla #MuslimTVBanglaListen on YouTube | Facebook @mtabangla 



     কোরআন পড়, মনে আশা, জানতে যদি নবীর শান  জানতে যদি নবীর শান।  দুর্দশা আর হত না ভাই, থাকত যদি সে-ই ঈমান জানতে যদি নবীর শান  নবীজী “খাতামান্নাবীয়ীন”, “রাহমাতুল্লিল আলামীন”,  তার উম্মতে খিতাব পাইল, “কুন্তুম খায়রা উম্মাতিন” আওয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী, আহমদ মােহাম্মদ নবী, কেহ নাই আর, তার সমান জানতে যদি নবীর শান ॥  নবীজী ঘুমায় মাটিতে, ঈসা নবী আকাশেতে, নবীর সম্মান হানি তাতে-ভাবলে, পাইবে সেই সন্ধান জানতে যদি নবীর শান ॥ ইমাম মাহদী ডেকে বলে । নবীজীর শান দেখ সকলে,  তাঁহার-ই গােলামীর ফলে হইল মসীহেজ্জমান; জানতে যদি নবীর শান  নবীজীর ঐ ফল বাগানে, চার রকম ফল, কয় কোরানে,  “নবী, সিদ্দীক, শহীদ, সালেহ” কি চমৎকার বাগান খান জানতে যদি নবীর শান।  সেই বাগানের ফল খাইলে অমর জিন্দেগী মিলে,  না করিলে আমলে সালেহ পাবে না ভাই সেই সন্ধান জানতে যদি নবীর শান।

    • 6 min

Top podcasts em Música

Do vinil ao streaming: 60 anos em 60 discos
Do Vinil Ao Streaming
Sambas Contados
Globoplay
The Story of Classical
Apple Music
Travessia
Central 3 Podcasts
Apple Music Today
Various
Estádio 97
Energia FM