10 episodes

Famous Bengali Poems

Banglar Kobita Rajarshi Pahari

    • Arts

Famous Bengali Poems

    Kandari Husiar Kobita lyrics কান্ডারী হুশিয়ার – কাজী নজরুল ইসলাম | Rajarshi Sumitra

    Kandari Husiar Kobita lyrics কান্ডারী হুশিয়ার – কাজী নজরুল ইসলাম | Rajarshi Sumitra

    দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
    লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!

    দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
    ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
    কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
    এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।

    তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
    যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
    ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
    ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।

    অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন
    কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
    হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?
    কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার

    গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ,
    পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ!
    কান্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?
    করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার!

    কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর,
    বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর!
    ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর!
    উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পূনর্বার।

    ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
    আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান
    আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ?
    দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুশিয়ার!

    • 2 min
    Dui Bigha Jomi

    Dui Bigha Jomi

    A social political poem by Rabindranath Tagore.

    • 6 min
    Manasi by Rabindranath Tagore

    Manasi by Rabindranath Tagore

    This poem is dedicated to the women... 

    • 1 min
    বন্দী বীর/Bandi Bir/ The Captive Brave

    বন্দী বীর/Bandi Bir/ The Captive Brave

    বন্দী বীর

    পঞ্চনদীর তীরে
    বেণী পাকাইয়া শিরে
    দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে
    জাগিয়া উঠেছে শিখড্ড
    নির্মম নির্ভীক।
    হাজার কণ্ঠে গুরুজির জয়
    ধ্বনিয়া তুলেছে দিক্।
    নূতন জাগিয়া শিখ
    নূতন উষার সূর্যের পানে
    চাহিল নির্নিমিখ।

    “অলখ নিরঞ্জন’
    মহারব উঠে বন্ধন টুটে
    করে ভয়ভঞ্জন।
    বক্ষের পাশে ঘন উল্লাসে
    অসি বাজে ঝন্ঝন্।
    পঞ্জাব আজি গরজি উঠিল,
    “অলখ নিরঞ্জন!’

    এসেছে সে এক দিন
    লক্ষ পরানে শঙ্কা না জানে
    না রাখে কাহারো ঋণ।
    জীবন মৃত্যু পায়ের ভৃত্য,
    চিত্ত ভাবনাহীন।
    পঞ্চনদীর ঘিরি দশ তীর
    এসেছে সে এক দিন।

    দিল্লিপ্রাসাদকূটে
    হোথা বারবার বাদশাজাদার
    তন্দ্রা যেতেছে ছুটে।
    কাদের কণ্ঠে গগন মন্থ,
    নিবিড় নিশীথ টুটে–
    কাদের মশালে আকাশের ভালে
    আগুন উঠেছে ফুটে!

    পঞ্চনদীর তীরে
    ভক্তদেহের রক্তলহরী
    মুক্ত হইল কি রে!
    লক্ষ বক্ষ চিরে
    ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষীসমান
    ছুটে যেন নিজনীড়ে।
    বীরগণ জননীরে
    রক্ততিলক ললাটে পরালো
    পঞ্চনদীর তীরে।

    *****************

    • 4 min
    Puratan Bhritya by Rabindranath Tagore

    Puratan Bhritya by Rabindranath Tagore

    পুরাতন ভৃত্য (puratan bhritya)

    ভূতের মতন চেহারা যেমন,   নির্বোধ অতি ঘোর।

    যা-কিছু হারায়, গিন্নি বলেন,   "কেষ্টা বেটাই চোর।'

    উঠিতে বসিতে করি বাপান্ত,   শুনেও শোনে না কানে।

    যত পায় বেত না পায় বেতন,   তবু না চেতন মানে।

    বড়ো প্রয়োজন, ডাকি প্রাণপণ, চীৎকার করি "কেষ্টা'--

    যত করি তাড়া, নাহি পাই সাড়া,   খুঁজে ফিরি সারা দেশটা

    তিনখানা দিলে একখানা রাখে,   বাকি কোথা নাহি জানে--

    একখানা দিলে নিমেষ ফেলিতে   তিনখানা ক'রে আনে।

    যেখানে সেখানে দিবসে দুপুরে   নিদ্রাটি আছে সাধা--

    মহাকলরবে গালি দেই যবে   "পাজি হতভাগা গাধা'--

    দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে,   দেখে জ্বলে যায় পিত্ত!

    তবু মায়া তার ত্যাগ করা ভার-- বড়ো পুরাতন ভৃত্য।

    ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি   বলে,"আর পারি নাকো!

    রহিল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো।

    না মানে শাসন; বসন বাসন   অশন আসন যত

    কোথায় কী গেল! শুধু টাকাগুলো   যেতেছে জলের মতো।

    গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার--

    করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি   ভৃত্য মেলে না আর!

    শুনে মহা রেগে ছুটে যাই বেগে,   আনি তার টিকি ধরে;

    বলি তারে, "পাজি, বেরো তুই আজই,  দূর করে দিনু তোরে!'

    ধীরে চলে যায়, ভাবি গেল দায়;  পরদিনে উঠে দেখি

    হুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে   বেটা বুদ্ধির ঢেঁকি।

    প্রসন্নমুখ, নাহি কোনো দুখ, অতি-অকাতর চিত্ত!

    ছাড়ালে না ছাড়ে, কী করিব তারে   মোর পুরাতন ভৃত্য।

    সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা   করিয়া দালালগিরি।

    করিলাম মন শ্রীবৃন্দাবন   বারেক আসিব ফিরি।

    পরিবার তায় সাথে যেতে চায়,   বুঝায়ে বলিনু তারে

    পতির পুণ্যে সতীর পুণ্য,   নহিলে খরচ বাড়ে।

    লয়ে রশারশি করি কষাকষি   পোঁটলাপুঁটলি বাঁধি

    বলয় বাজায়ে বাক্স সাজায়ে   গৃহিণী কহিল কাঁদি,

    "পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে   কষ্ট অনেক পাবে।'

    আমি কহিলাম "আরে রাম রাম!   নিবারণ সাথে যাবে।'

    রেলগাড়ি ধায়; হেরিলাম হায়   নামিয়া বর্ধমানে

    কৃষ্ঞ

    • 4 min
    Nirjhorer Shopno Vongo | Rabindranath Tagore

    Nirjhorer Shopno Vongo | Rabindranath Tagore

    It's a famous Bengali poem written by Rabindranath Tagore 



    আজি এ প্রভাতে রবির কর

    কেমনে পশিল প্রাণের পর,

    কেমনে  পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!

    না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

    জাগিয়া উঠেছে প্রাণ,

    ওরে     উথলি উঠেছে বারি,

    ওরে  প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।

    থর থর করি কাঁপিছে ভূধর,

    শিলা রাশি রাশি পড়িছে খসে,

    ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল

    গরজি উঠিছে দারুণ রোষে।

    হেথায় হোথায় পাগলের প্রায়

    ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় -

    বাহিরেতে চায়, দেখিতে না পায় কোথায় কারার দ্বার।

    কেন রে বিধাতা পাষাণ হেন,

    চারি দিকে তার বাঁধন কেন!

    ভাঙ্ রে হৃদয়, ভাঙ্ রে বাঁধন,

    সাধ্ রে আজিকে প্রাণের সাধন,

    লহরীর পরে লহরী তুলিয়া

    আঘাতের পরে আঘাত কর্।

    মাতিয়া যখন উঠেছে পরান

    কিসের আঁধার, কিসের পাষাণ!

    উথলি যখন উঠেছে বাসনা

    জগতে তখন কিসের ডর!

    আমি    ঢালিব করুণাধারা,

    আমি    ভাঙিব পাষাণকারা,

    আমি    জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া

    আকুল পাগল-পারা।

    কেশ এলাইয়া, ফুল কুড়াইয়া,

    রামধনু-আঁকা পাখা উড়াইয়া,

    রবির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরান ঢালি।

    শিখর হইতে শিখরে ছুটিব,

    ভূধর হইতে ভূধরে লুটিব,

    হেসে খলখল গেয়ে কলকল তালে তালে দিব তালি।

    এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর,

    এত সুখ আছে, এত সাধ আছে - প্রাণ হয়ে আছে ভোর।।

    কী জানি কী হল আজি, জাগিয়া উঠিল প্রাণ -

    দূর হতে শুনি যেন মহাসাগরের গান।

    ওরে, চারি দিকে মোর

    এ কী কারাগার ঘোর -

    ভাঙ্ ভাঙ্ ভাঙ্ কারা, আঘাতে আঘাত কর্।

    ওরে আজ     কী গান গেয়েছে পাখি,

    এসেছে রবির কর।

    • 2 min

Top Podcasts In Arts

MALAM SERAM
KC Champion
TTYL: Talk To You Later
Nell Hanan, Sarancak, Zul.Zamir, Haze
下一本讀什麼?
閱讀前哨站 瓦基
馬克說書
歐馬克
迷誠品
誠品 eslite
一个人睡前听
熊猫大湿