#mtabangla #MuslimTVBanglaListen on YouTube | Facebook @mtabangla
কোরআন পড়, মনে আশা, জানতে যদি নবীর শান জানতে যদি নবীর শান। দুর্দশা আর হত না ভাই, থাকত যদি সে-ই ঈমান জানতে যদি নবীর শান নবীজী “খাতামান্নাবীয়ীন”, “রাহমাতুল্লিল আলামীন”, তার উম্মতে খিতাব পাইল, “কুন্তুম খায়রা উম্মাতিন” আওয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী, আহমদ মােহাম্মদ নবী, কেহ নাই আর, তার সমান জানতে যদি নবীর শান ॥ নবীজী ঘুমায় মাটিতে, ঈসা নবী আকাশেতে, নবীর সম্মান হানি তাতে-ভাবলে, পাইবে সেই সন্ধান জানতে যদি নবীর শান ॥ ইমাম মাহদী ডেকে বলে । নবীজীর শান দেখ সকলে, তাঁহার-ই গােলামীর ফলে হইল মসীহেজ্জমান; জানতে যদি নবীর শান নবীজীর ঐ ফল বাগানে, চার রকম ফল, কয় কোরানে, “নবী, সিদ্দীক, শহীদ, সালেহ” কি চমৎকার বাগান খান জানতে যদি নবীর শান। সেই বাগানের ফল খাইলে অমর জিন্দেগী মিলে, না করিলে আমলে সালেহ পাবে না ভাই সেই সন্ধান জানতে যদি নবীর শান।
資訊
- 節目
- 頻率每月更新
- 發佈時間2021年6月29日 下午4:20 [UTC]
- 長度6 分鐘
- 季數5
- 集數5
- 年齡分級兒少適宜