#mtabangla #MuslimTVBangla
Listen on YouTube | Facebook @mtabangla
https://anchor.fm/bangla-nazam
যুগাভিনয়
মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ
নবযুগ মঞ্চেতে হয় সদা অভিনয়,
অবতার সাজে কেহ, কেহ দুশমন হয়।
উৎসুক থাকে সদা দর্শক সকলে,
দেখি কার জয় কেবা ধ্বংসের কবলে।
ঐ দেখ অবতার, বাঁশরীটি হাতে তাঁর,
যুগে যুগে বাজায় বাঁশী, থামাইবে সাধ্য কার?
একদল নাচে দেখ, মঞ্চের উপরে,
মাথাগুলি নীচে, আর পদগুলি উপরে।
ইহারাই নমরুদ, রাবণ আর কংশ,
শাদ্দাদ, ফেরাউন, জাহিলের বংশ।
মুখে বলে নবযুগ নাহি দিব আসিতে,
মিথ্যুক অবতার, মােরা ভবে থাকিতে।
তবু দেখ সাধুগণ, এক দুই করিয়া,
বাঁশীর মধুর তানে, অবতার মানিয়া-
চারা গাছ মত চলে, দিন দিন বাড়িয়া,
দুষ্টের দলে উঠে, হিংসায় জ্বলিয়া।
অভিযান চালনার, বিধাতাই নিল ভার,
প্রতিনিধি হয়ে শুধু কাজ করে অবতার।
এই যুগে দেখ ভাই অনুরূপ ঘটনা,
ইমাম মাহদী করে নবযুগ সূচনা।
নবযুগ মঞ্চেতে হয় সদা অভিনয়,
অবতার সাজে কেহ, কেহ দুশমন হয়।
المعلومات
- البرنامج
- معدل البثيتم التحديث شهريًا
- تاريخ النشر١٤ يونيو ٢٠٢١ في ٧:٤١ م UTC
- مدة الحلقة٤ من الدقائق
- الموسم١
- الحلقة٣
- التقييمملائم