বিমূর্ত সত্য

ইসলামে নারীর অধিকার ও মর্যাদা | সৈয়দুনা হযরত আমীরুল মুমিনিন

সৈয়দুনা হযরত আমীরুল মুমিনীন খলীফাতুল মসীহ আল খামেস (আইঃ) গত ৬-৭-৮ ই আগস্ট ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত যুক্তরাজ্যের ৫৫ তম জলসায় নারীদের উদ্দেশ্যে বক্তৃতায় ইসলাম নারীদের বিভিন্ন ক্ষেত্রে কি কি অধিকার এবং মর্যাদা প্রদান করেছে সে বিষয়ে সবিস্তারে বর্ণনা করেন।

হুযুর তথাকথিত প্রগতিশীলতার নামে নারী স্বাধীনতার আসল রূপ তুলে ধরেন এবং নারীর মর্যাদা কেন ইসলামেই সঠিকভাবে নিরূপিত হয়েছে সে বিষয়ে সবিস্তারে আলোচনা করেন।

এই বক্তব্যের ভিডিও লিংক-  https://fb.watch/7hSJREv6Ha/