Samoyiki - সাময়িকী

Samoyiki - সাময়িকী

সাময়িকী বাংলা ভাষায় প্রকাশিত সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণ এবং বিতর্কের একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম। জনস্বার্থে সাংবাদিকতা অর্জনের লক্ষ্যে ২০১৪ সালের জানুয়ারি মাসে সাময়িকীর যাত্রা শুরু হয়। বাংলা ভাষা পৃথিবীর অন্যতম বহুল চর্চিত ভাষা সমূহের মধ্যে অন্যতম, আর সাময়িকীর প্রধানতঃ এবং প্রথমতঃ প্রত্যাশিত পাঠকেরা হলেন দেশ বিদেশের সকল বাংলা ভাষাভাষী ব্যক্তিবর্গ। তবে সাময়িকী আন্তর্জাতিক অঙ্গনের পাঠকদের গুরুত্ব দিয়ে সম্মুখে অগ্রসর হচ্ছে। সাময়িকী https://www.samoyiki.com

  1. ٠٨‏/١٠‏/٢٠٢٢

    বনানী চক্রবর্তী এবং লিটন রাকিব। ‘আরক’ শিল্প ও সাহিত্যের নির্যাস দ্বাদশ পর্ব

    বনানী চক্রবর্তী এবং লিটন রাকিব। ‘আরক’ শিল্প ও সাহিত্যের নির্যাস দ্বাদশ পর্ব কবি বনানী চক্রবর্তীর জন্ম পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বসিরহাট মহকুমায়। ১৯৭০ খ্রিষ্টাব্দের ২৮ নভেম্বর। বাবা – চঞ্চল চক্রবর্তী, মা – অনুপমা চক্রবর্তী ছোটবেলায় পরিবার ও প্রতিবেশীরা আদর করে তাঁকে মনু ও মণি নামেই ডেকেছে। সেই নামের তাঁর প্রতি আজন্ম টান । জন্মস্থানের প্রতি তাঁর আত্মিক টান আরও প্রবল। তাঁর কবিতার অজস্র পংক্তি জুড়ে বারবার উঠে এসেছে জন্মভূমির কথা। নস্টালজিক শৈশব ও কৈশোর পেরিয়ে তিনি যেন জীবনের আর কোথাও পাড়ি দিতে চান না। তাহলেও জীবনের বৃন্দাবন জুড়ে তিনি সম্পর্কের বিচিত্র অভিমুখ খুঁজেছেন। জীবনের স্বাধীনতা যেখানেই দেওয়াল তুলেছে, তিনি কবিতায় সেই স্বাধীনতা উসুল করে নিয়েছেন। তাঁর স্বাধীনতা বোধের ব্যাপ্তি কত গভীর ও ব্যঞ্জনাময় তাঁর কবিতায় অনুধাবন করতে কষ্ট হয় না। পড়াশুনায় বরাবর মেধাবী বনানী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নাটক বিশেষ পত্র নিয়ে বাংলায় স্নাতকোত্তর ও ভ্রমণ সাহিত্য নিয়ে‌‌ তিনি পি এইচ ডি ডিগ্রী লাভ করেন। তাঁর পড়াশুনার ক্ষেত্রে এই সময়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা‌ বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় অন্যতম শীর্ষে তিনি ছিলেন। বরাবর অন্তর্মুখী স্বভাবের কবি বনানী কখনও আত্মপ্রচারের প্রলোভনে পা বাড়াননি। লিখেছেন অনেক কিন্তু প্রকাশ একেবারেই সামান্য। প্রধানত তিনি কবিতা চর্চা করলেও তাঁর মননশীল প্রবন্ধ চর্চা বিশেষ প্রশংসার দাবিরাখে। তাঁর লেখালেখি স্কুল বয়স থেকেই। পত্র-পত্রিকায় প্রকাশ অপেক্ষা নিজের সঙ্গে নিজের সেইসব কবিতা ডায়েরিবদ্ধ হয়েই আছে বেশিরভাগ। তাহলেও বিভিন্ন অনুরাগীর আগ্রহ ও ভালবাসায় ইতিমধ্যে তাঁর কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছে। সম্পাদনা করেছেন,কয়েক উল্লেখযোগ্য বিষয়েও। প্রকাশিত গ্রন্থের সংখ্যা – ১২ আলোচনা গ্রন্থ (প্রবন্ধ ) ১) চন্দ্রগুপ্ত – রত্নাবলী পাবলিশার্স (এপ্রিল,১৯৯৩) ২) নীলদর্পণ – রত্নাবলী পাবলিশার্স(জানুয়ারি ২০০১) ৩) বাংলা ভাষা পরিচয় – সোমা বুক এজেন্সি (মার্চ,২০০৫) ৪) দেবীগর্জন – রত্নাবলী পাবলিশার্স (আগস্ট,২০১২) ৫) বাংলা ভ্রমণ সাহিত্যের রূপ ও রূপান্তর- রত্নাবলী পাবলিশার্স (জানুয়ারি,২০১৩) কবিতা ৬) ছিন্ন খঞ্জনার মত – আকাশ পাবলিশার্স(জানুয়ারি,২০১৭) ৭) ক্রমাগত চরকার ঘ্রাণ- আদম পপাবলিশার্স (জানুয়ারি,২০১৯) ৮)সংক্রমিত মেহগনি গাছ- তাবিক পাবলিশার্স(জানুয়ারি,২০২০) ৯) বৃষ্টি সময় অন্তরে – অভিযান পাবলিশার্স (ফেব্রুয়ারি,২০২২) সম্পাদিত গ্রন্থ ১০) স্বাধীনতা পরবর্তী বাংলা নাটকের গতিমুখ- রোহিণী নন্দন পাবলিশার্স (অক্টোবর,২০১৪) ১১) নাটক নিয়ে কথাবার্তা – রোহিণী নন্দন পাবলিশার্স (জুলাই,২০১৫) ১২) শতবর্ষে বিজন ভট্টাচার্য – বুকস স্পেস পাবলিশার্স(মার্চ ২০১৬) পত্রিকা সম্পাদনা – প্রায় একযুগ বিদ্যানগর কলেজ পত্রিকা “উত্তরণ” সম্পাদনা করেছেন। জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি – ঈশ্বর বিশ্বাসী,উদার।বিশ্বব্রহ্মাণ্ড, স্রষ্টা সৃষ্টি সম্পর্কে উদগ্র কৌতূহল। শ্রদ্ধা ও মুগ্ধতা নিয়ে জগৎ ও জীবনকে দেখা।নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। জ্ঞানত: কারো ক্ষতি না করে জীবন উপভোগ। মৃত্যু পরবর্তী অজানা কুহকের স্বপ্ন না দেখে বর্তমানকে সত্য বলে মেনে নেওয়া।থেমে যাওয়াই মৃত্যু, চলাই জীবন – এটাই মূল মন্ত্র। বিশেষ শখ – ভ্রমণ ও নাটক দেখা। সাময়িকী পডকাস্ট সাময়িকীতে বনানী চক্রবর্তী ফেসবুকে দেখুন ইউটিউবে দেখুন এই পডকাস্ট পর্বটি সঞ্চালনা করেছেন লিটন রাকিব এবং সম্পাদনা করেছেন আরিফুর রহমান

    ٥٠ من الدقائق
  2. তৈমুর খান এবং লিটন রাকিব। ‘আরক’ শিল্প ও সাহিত্যের নির্যাস একাদশ পর্ব

    ٠٢‏/١٠‏/٢٠٢٢

    তৈমুর খান এবং লিটন রাকিব। ‘আরক’ শিল্প ও সাহিত্যের নির্যাস একাদশ পর্ব

    তৈমুর খান এবং লিটন রাকিব। ‘আরক’ শিল্প ও সাহিত্যের নির্যাস একাদশ পর্ব তৈমুর খান জন্ম ২৮ জানুয়ারি ১৯৬৭, বীরভূম জেলার রামপুরহাট ব্লকের পানিসাইল গ্রামে। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে মাস্টার ডিগ্রি এবং প্রেমেন্দ্র মিত্রের কবিতা নিয়ে পি এইচ ডি প্রাপ্তি। পেশায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ শিক্ষক। প্রকাশিত কাব্যগ্রন্থ: কোথায় পা রাখি (১৯৯৪), বৃষ্টিতরু (১৯৯৯), খা শূন্য আমাকে খা (২০০৩), আয়নার ভেতর তু যন্ত্রণা (২০০৪), বিষাদের লেখা কবিতা (২০০৪), একটা সাপ আর কুয়াশার সংলাপ (২০০৭), জ্বরের তাঁবুর নীচে বসন্তের ডাকঘর (২০০৮), প্রত্নচরিত (২০১১), নির্বাচিত কবিতা (২০১৬), জ্যোৎস্নায় সারারাত খেলে হিরণ্য মাছেরা (২০১৭) ইত্যাদি। কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার ও দৌড় সাহিত্য সম্মান, নতুন গতি সাহিত্য পুরস্কার, আলোক সরকার স্মারক পুরস্কার সহ অনেক পুরুস্কারে ভূষিত হয়েছেন। সাময়িকী পডকাস্ট সাময়িকীতে তৈমুর খান ফেসবুকে দেখুন ইউটিউবে দেখুন এই পডকাস্ট পর্বটি সঞ্চালনা করেছেন লিটন রাকিব এবং সম্পাদনা করেছেন আরিফুর রহমান

    ٥٢ من الدقائق
  3. সিদ্ধার্থ সিংহ এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস দশম পর্ব

    ٢٥‏/٠٩‏/٢٠٢٢

    সিদ্ধার্থ সিংহ এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস দশম পর্ব

    সিদ্ধার্থ সিংহ এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস দশম পর্ব ২০২০ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে সম্মানিত এবং ২০১২ সালে 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। আনন্দবাজার পত্রিকার পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, স্বর্ণকলম পুরস্কার, সময়ের শব্দ আন্তরিক কলম, শান্তিরত্ন পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের 'শ্রেষ্ঠ কবি' এবং ১৪১৮ সালের 'শ্রেষ্ঠ গল্পকার'-এর শিরোপা সহ অসংখ্য পুরস্কার। এছাড়াও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর 'পঞ্চাশটি গল্প' গ্রন্থটির জন্য তাঁর নাম সম্প্রতি 'সৃজনী ভারত সাহিত্য পুরস্কার' প্রাপক হিসেবে ঘোষিত হয়েছে। সাময়িকী পডকাস্ট সাময়িকীতে সিদ্ধার্থ সিংহ ফেসবুকে দেখুন ইউটিউবে দেখুন এই পডকাস্ট পর্বটি সঞ্চালনা করেছেন লিটন রাকিব এবং সম্পাদনা করেছেন আরিফুর রহমান

    ٥٩ من الدقائق
  4. ٢٠‏/٠٩‏/٢٠٢٢

    কৃষ্ণা গুহ রায় এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস নবম পর্ব

    কৃষ্ণা গুহ রায় এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস নবম পর্ব নিবাস -পশ্চিমবঙ্গ, ভারত ৷ সন্দেশ, নবকল্লোল, শুকতারা, বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে৷ কবিতা সঙ্কলন তিনটি, তার মধ্যে একটি বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে৷ বর্তমানে আমেরিকা, অষ্ট্রেলিয়া, কানাডা , বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন ওয়েবজিনে লেখার সঙ্গে যুক্ত৷ কলকাতা স্বপ্নরাগ পরিবার নামে একটি সাহিত্য, সংস্কৃতি, সমাজ সেবা মূলক প্রতিষ্ঠানের সম্পাদক৷ সাময়িকী পডকাস্ট সাময়িকীতে কৃষ্ণা গুহ রায় ফেসবুকে দেখুন ইউটিউবে দেখুন এই পডকাস্ট পর্বটি সঞ্চালনা করেছেন লিটন রাকিব এবং সম্পাদনা করেছেন আরিফুর রহমান

    ٤٤ من الدقائق
  5. সুদীপ্ত বিশ্বাস এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস অষ্টম পর্ব

    ١١‏/٠٩‏/٢٠٢٢

    সুদীপ্ত বিশ্বাস এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস অষ্টম পর্ব

    সুদীপ্ত বিশ্বাস এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস অষ্টম পর্ব কবির কবিতা প্রকাশিত হয়েছে শুকতারা, সন্দেশ, বসুমতী, কিশোর ভারতী, নবকল্লোল, উদ্বোধন, কবিসম্মেলন, চির সবুজ লেখা, তথ্যকেন্দ্র, প্রসাদ, দৃষ্টান্ত, গণশক্তি ইত্যাদি বাণিজ্যিক পত্রিকা ও অজস্র লিটিল ম্যাগাজিনে। কবিতার আবৃত্তি হয়েছে আকাশবাণী কলকাতা রেডিওতে। ঝিনুক জীবন কবির প্রথম বই। ২০১০ এ প্রকাশিত হয়। এরপর 'মেঘের মেয়ে', 'ছড়ার দেশে', 'পানকৌড়ির ডুব', 'হৃদি ছুঁয়ে যায়', Oyster Life, 'অভিলাষ', 'আগডুম বাগডুম' বইগুলো এক এক করে প্রকাশিত হয়েছে। দিগন্তপ্রিয় নামে একটা পত্রিকা সম্পাদনা করেন। কবি পেশাতে পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট। নদিয়া জেলার রানাঘাটের বাসিন্দা। শিক্ষাগত যোগ্যতা বি ই,এম বি এ, ইউ জি সি নেট। স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত ও মাত্রাবৃত্ত তিন ছন্দেই কবিতা লেখেন।বড়দের কবিতার পাশাপাশি ছোটদের জন্যও কবিতা লেখেন। সাময়িকী পডকাস্ট সাময়িকীতে সুদীপ্ত বিশ্বাস ফেসবুকে দেখুন ইউটিউবে দেখুন এই পডকাস্ট পর্বটি সঞ্চালনা করেছেন লিটন রাকিব এবং সম্পাদনা করেছেন আরিফুর রহমান

    ٤٨ من الدقائق
  6. মুসা আলি এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস সপ্তম পর্ব

    ٠٣‏/٠٩‏/٢٠٢٢

    মুসা আলি এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস সপ্তম পর্ব

    ঔপন্যাসিক মুসা আলি এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস সপ্তম পর্ব শিক্ষক জীবনের ৫৫ বছরে এসে সাহিত্যচর্চা শুরু। ইতিমধ্যে পঞ্চাশের বেশি উপন্যাসের মনসবদার। গল্প উপন্যাস লেখার ক্ষেত্রে দীর্ঘ জীবন পরিক্রমায় কঠোর বিশ্বাসী। এখন বিদগ্ধ পাঠক শুধুমাত্র কাহিনি বা চরিত্র খোঁজেন না বরং তার ভিতরে লেখক এর নিজস্ব গভীর মনন আবিষ্কার করতে চান। ঔপন্যাসিক মুসা আলি দীর্ঘ জীবন পরিক্রমার জাদুতে তার নিজস্ব মনন দিয়ে বাঙালি পাঠককে ঋদ্ধ ও সমৃদ্ধ করে তুলতে বদ্ধপরিকর। সাময়িকী পডকাস্ট সাময়িকীতে মুসা আলি ফেসবুকে দেখুন ইউটিউবে দেখুন এই পডকাস্ট পর্বটি সঞ্চালনা করেছেন লিটন রাকিব এবং সম্পাদনা করেছেন আরিফুর রহমান

    ٤٨ من الدقائق
  7. ড. সৌমিত্র চৌধুরী এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস ষষ্ঠ পর্ব

    ٢٨‏/٠٨‏/٢٠٢٢

    ড. সৌমিত্র চৌধুরী এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস ষষ্ঠ পর্ব

    ড. সৌমিত্র চৌধুরী এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস ষষ্ঠ পর্ব  ড.সৌমিত্র কুমার চৌধুরী, ভূতপূর্ব বিভাগীয় প্রধান ও এমেরিটাস মেডিক্যাল স্যায়েন্টিস্ট, চিত্তরঞ্জন জাতীয় কর্কট রোগ গবেষণা সংস্থাণ, কলকাতা-700 026. প্রকাশিত গ্রন্থ- বিজ্ঞানের জানা অজানা (কিশোর উপযোগী বিজ্ঞান), আমার বাগান (গল্পগ্রন্থ), এবং বিদেশী সংস্থায় গবেষণা গ্রন্থ: Anticancer Drugs-Nature synthesis and cell (Intech)। পুরষ্কার সমূহ: ‘যোগমায়া স্মৃতি পুরস্কার’ (২০১৫), জ্ঞান ও বিজ্ঞান পত্রিকায় বছরের শ্রেষ্ঠ রচনার জন্য। ‘চৌরঙ্গী নাথ’ পুরস্কার (২০১৮), শৈব ভারতী পত্রিকায় প্রকাশিত উপন্যাসের জন্য। গোপাল চন্দ্র ভট্টাচার্য স্মৃতি পুরষ্কার (2019), পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দফতর থেকে), পঁচিশ বছরের অধিক কাল বাংলা ভাষায় জনপ্রিয় বিজ্ঞান রচনার জন্য)। সাময়িকীতে ড. সৌমিত্র চৌধুরী ইউটিউবে দেখুন ফেসবুকে দেখুন পডকাস্ট শুনুন এই পডকাস্ট পর্বটি সঞ্চালনা করেছেন লিটন রাকিব এবং সম্পাদনা করেছেন আরিফুর রহমান

    ٥٨ من الدقائق

حول

সাময়িকী বাংলা ভাষায় প্রকাশিত সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণ এবং বিতর্কের একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম। জনস্বার্থে সাংবাদিকতা অর্জনের লক্ষ্যে ২০১৪ সালের জানুয়ারি মাসে সাময়িকীর যাত্রা শুরু হয়। বাংলা ভাষা পৃথিবীর অন্যতম বহুল চর্চিত ভাষা সমূহের মধ্যে অন্যতম, আর সাময়িকীর প্রধানতঃ এবং প্রথমতঃ প্রত্যাশিত পাঠকেরা হলেন দেশ বিদেশের সকল বাংলা ভাষাভাষী ব্যক্তিবর্গ। তবে সাময়িকী আন্তর্জাতিক অঙ্গনের পাঠকদের গুরুত্ব দিয়ে সম্মুখে অগ্রসর হচ্ছে। সাময়িকী https://www.samoyiki.com