বনানী চক্রবর্তী এবং লিটন রাকিব। ‘আরক’ শিল্প ও সাহিত্যের নির্যাস দ্বাদশ পর্ব
কবি বনানী চক্রবর্তীর জন্ম পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বসিরহাট মহকুমায়। ১৯৭০ খ্রিষ্টাব্দের ২৮ নভেম্বর। বাবা – চঞ্চল চক্রবর্তী, মা – অনুপমা চক্রবর্তী ছোটবেলায় পরিবার ও প্রতিবেশীরা আদর করে তাঁকে মনু ও মণি নামেই ডেকেছে। সেই নামের তাঁর প্রতি আজন্ম টান । জন্মস্থানের প্রতি তাঁর আত্মিক টান আরও প্রবল। তাঁর কবিতার অজস্র পংক্তি জুড়ে বারবার উঠে এসেছে জন্মভূমির কথা। নস্টালজিক শৈশব ও কৈশোর পেরিয়ে তিনি যেন জীবনের আর কোথাও পাড়ি দিতে চান না। তাহলেও জীবনের বৃন্দাবন জুড়ে তিনি সম্পর্কের বিচিত্র অভিমুখ খুঁজেছেন। জীবনের স্বাধীনতা যেখানেই দেওয়াল তুলেছে, তিনি কবিতায় সেই স্বাধীনতা উসুল করে নিয়েছেন। তাঁর স্বাধীনতা বোধের ব্যাপ্তি কত গভীর ও ব্যঞ্জনাময় তাঁর কবিতায় অনুধাবন করতে কষ্ট হয় না। পড়াশুনায় বরাবর মেধাবী বনানী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নাটক বিশেষ পত্র নিয়ে বাংলায় স্নাতকোত্তর ও ভ্রমণ সাহিত্য নিয়ে তিনি পি এইচ ডি ডিগ্রী লাভ করেন। তাঁর পড়াশুনার ক্ষেত্রে এই সময়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় অন্যতম শীর্ষে তিনি ছিলেন। বরাবর অন্তর্মুখী স্বভাবের কবি বনানী কখনও আত্মপ্রচারের প্রলোভনে পা বাড়াননি। লিখেছেন অনেক কিন্তু প্রকাশ একেবারেই সামান্য। প্রধানত তিনি কবিতা চর্চা করলেও তাঁর মননশীল প্রবন্ধ চর্চা বিশেষ প্রশংসার দাবিরাখে। তাঁর লেখালেখি স্কুল বয়স থেকেই। পত্র-পত্রিকায় প্রকাশ অপেক্ষা নিজের সঙ্গে নিজের সেইসব কবিতা ডায়েরিবদ্ধ হয়েই আছে বেশিরভাগ। তাহলেও বিভিন্ন অনুরাগীর আগ্রহ ও ভালবাসায় ইতিমধ্যে তাঁর কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছে। সম্পাদনা করেছেন,কয়েক উল্লেখযোগ্য বিষয়েও। প্রকাশিত গ্রন্থের সংখ্যা – ১২ আলোচনা গ্রন্থ (প্রবন্ধ ) ১) চন্দ্রগুপ্ত – রত্নাবলী পাবলিশার্স (এপ্রিল,১৯৯৩) ২) নীলদর্পণ – রত্নাবলী পাবলিশার্স(জানুয়ারি ২০০১) ৩) বাংলা ভাষা পরিচয় – সোমা বুক এজেন্সি (মার্চ,২০০৫) ৪) দেবীগর্জন – রত্নাবলী পাবলিশার্স (আগস্ট,২০১২) ৫) বাংলা ভ্রমণ সাহিত্যের রূপ ও রূপান্তর- রত্নাবলী পাবলিশার্স (জানুয়ারি,২০১৩) কবিতা ৬) ছিন্ন খঞ্জনার মত – আকাশ পাবলিশার্স(জানুয়ারি,২০১৭) ৭) ক্রমাগত চরকার ঘ্রাণ- আদম পপাবলিশার্স (জানুয়ারি,২০১৯) ৮)সংক্রমিত মেহগনি গাছ- তাবিক পাবলিশার্স(জানুয়ারি,২০২০) ৯) বৃষ্টি সময় অন্তরে – অভিযান পাবলিশার্স (ফেব্রুয়ারি,২০২২) সম্পাদিত গ্রন্থ ১০) স্বাধীনতা পরবর্তী বাংলা নাটকের গতিমুখ- রোহিণী নন্দন পাবলিশার্স (অক্টোবর,২০১৪) ১১) নাটক নিয়ে কথাবার্তা – রোহিণী নন্দন পাবলিশার্স (জুলাই,২০১৫) ১২) শতবর্ষে বিজন ভট্টাচার্য – বুকস স্পেস পাবলিশার্স(মার্চ ২০১৬) পত্রিকা সম্পাদনা – প্রায় একযুগ বিদ্যানগর কলেজ পত্রিকা “উত্তরণ” সম্পাদনা করেছেন। জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি – ঈশ্বর বিশ্বাসী,উদার।বিশ্বব্রহ্মাণ্ড, স্রষ্টা সৃষ্টি সম্পর্কে উদগ্র কৌতূহল। শ্রদ্ধা ও মুগ্ধতা নিয়ে জগৎ ও জীবনকে দেখা।নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। জ্ঞানত: কারো ক্ষতি না করে জীবন উপভোগ। মৃত্যু পরবর্তী অজানা কুহকের স্বপ্ন না দেখে বর্তমানকে সত্য বলে মেনে নেওয়া।থেমে যাওয়াই মৃত্যু, চলাই জীবন – এটাই মূল মন্ত্র। বিশেষ শখ – ভ্রমণ ও নাটক দেখা।
- সাময়িকী পডকাস্ট
- সাময়িকীতে বনানী চক্রবর্তী
- ফেসবুকে দেখুন
- ইউটিউবে দেখুন
এই পডকাস্ট পর্বটি সঞ্চালনা করেছেন লিটন রাকিব এবং সম্পাদনা করেছেন আরিফুর রহমান
Thông Tin
- Chương trình
- Tần suấtHằng tuần
- Đã xuất bảnlúc 12:40 UTC 8 tháng 10, 2022
- Thời lượng50 phút
- Mùa1
- Tập12
- Xếp hạngSạch