#mtabangla #MuslimTVBangla
Listen on YouTube | Facebook @mtabangla
খাতামান্নাবিয়ীন, মানে সকল মােমেনীন,
না মানিলে থাকতে পারিবেনা মুসলমান (২)
দেখ সবে কোরআন খুলে, পরওয়ার দিগারে বলে,
সূরা আহযাবের মাঝারে, এই মত ভাষণ
“মােহাম্মদ নয় তােমাদের, পিতা জোয়ান পুরুষের,
কিন্তু রাসূলুল্লাহে ওয়া খাতামান্নাবিয়ীন”
আল্লাহতা'লার নূর দিয়া, নূর নবী বানাইয়া,
তাঁর নূরে বানাইল, তামাম জাহান,
খুলুকী আজীম নবী, তাঁর নূরে সৃষ্টি সব-ই,
নবীজীর নূরেতে সৃষ্টি, জমিন ও আসমান;
দেখ ভাই হাদিস খুলিয়া নবীজী গেছেন বলিয়া,
‘আদম যখন কাঁদার মাঝে, আছিলেন বিলীন!
তারও আগে সৃষ্টি আমি, খাতামান্নাবিয়ীন আমি’
সােয়া লক্ষ নবীর আগে খাতামান্নাবিয়ীন
আওয়ালে আখেরে নবী, যত নবী তাঁরই ছবি,
তাঁর নূরের ছিটায় সবই, হইল বিদ্যাধর!
খাতামান্নাবিয়ীনের পরে, নবী নাই কে বলতে পারে?
সােয়া লক্ষ নবী সবই, হইল তাহার পর
খাতামান্নাবিয়ীনের বাণী,হাদীসে কয় শুন ধ্বনি,
গােলাম আহমদ তাঁর অধিনেই নবীর কথা কয়!
“আসিবে নবী উল্লাহ ঈসা, ইবনে মরিয়ম' কি মিছা?
খাতামান্নাবীজীর গােলাম হইবে নিশ্চয়
নূর নবীর পূর্ণ খুবি,গােলাম আহমদ পেয়ে সব-ই,
কিভাবে তা প্রকাশ করে, শুনেন সবে ভাই!
“ওহ পেশওয়া হামারা জিসছে হ্যায় নূর সারা,
নাম উসকা হ্যায় মােহাম্মদ” আমার দিলে তাই।
“ওয়া আখারিনা মিনহুম, লাম্মা ইয়াহাকু বিহিম”
সূরা জুমায় নাযিল হইল, শুনেন ঘটনা!
সাহাবাগণ বারে বারে,আরজ করেন নবীজীরে,
“দ্বিতীয় বার আসবেন হুযুর, অর্থ বুঝলাম না”
নবীজি কোমল করে,সালমান পার্শীরে ধরে,
বলেন নবী, “সুরাইয়্যাতে ইমান যদি যায়।
ইহার বংশের এক জনে, কিংবা তাঁহার কয়েক জনে,
নামাইবে তথা হইতে ঈমানকে ধরায়।”
এ যুগের ইমাম মাহদী,ওয়াদাকৃত ঈসা-নবী,
ধর্ম-রাজ্যের সিংহাসনে, আজি দীপ্তমান।
মােহাম্মদের গােলাম তিনি, পারশ্য বংশেরই ইনি,
তরতাজা করলো যিনি ইসলামের উদ্যান।
নােটঃ খুলুকীন আজীম-শ্রেষ্ঠ চরিত্র। আল্লাহতাআলা রাসূলে করীম (সা.)-কে বলেছেনঃ “ইন্নাকাল আলা খুলুকীন আজীম।" (কোরআন শরীফ)। ওহ পেস্ওয়া হামারা- তিনিই আমার গুরু। জিসসে হ্যায় নূর সারা- যার কাছ থেকে সমস্ত নূর। নাম উসকা হ্যায় মুহাম্মদ- তাঁর নাম মুহাম্মদ (সা.)। সুরাইয়্যাতে-সুরাইয়া নক্ষত্রে।
信息
- 节目
- 频率一月一更
- 发布时间2021年6月22日 UTC 08:08
- 长度8 分钟
- 季1
- 单集4
- 分级儿童适宜