AKTIFUL

July 36: তুমি আলো, তুমি আগুন

জুলাই এসে বললো আবার, উঠে দাঁড়াও বাংলাদেশ রক্ত ভেজা রাজপথ জুড়ে, জেগে উঠুক চেতনার রেষ নির্ভীক সেই চোখে আগুন, কাঁপে শাসকের প্রাচীর এই প্রজন্ম বলে এখন, থামবে না আর ঘুরে দাঁড়াবার হুঁশিয়ার

তুমি আলো, তুমি আগুন, তুমি আমার বাংলা জন্মভূমি স্বপ্নগুলো আজ জেগে উঠে তুমি আমার প্রেরণা, তুমি মুক্তির ভূমি

কত বছর নিঃশব্দ ছিল, ন্যায় হারিয়েছে পথ আজ সেই পথেই ফিরে আসে, দীপ্ত সাহসের শপথ মায়ের চোখে অশ্রু ঝরে, ছেলের কণ্ঠে গান "বাংলা আমার প্রিয় ভূমি, নেবে আবার প্রাণ"

তুমি আলো, তুমি আগুন, তুমি আমার বাংলা জন্মভূমি স্বপ্নগুলো আজ জেগে উঠে তুমি আমার প্রেরণা, তুমি মুক্তির ভূমি

এই মাটিতে শহীদ নাম, তাদের রক্তে লেখা জানি নতুন দিনের আহ্বানে বাংলা হবে জয়ধ্বনি

তুমি আলো, তুমি আগুন, তুমি আমার বাংলা জন্মভূমি রক্তে লেখা এই ইতিহাসে তুমি আছো চিরদিন, তুমি স্বাধীনতা নামই