গল্পে গল্পে স্বর্ণালী (Golpe Golpe Swarnali)

অতিথি (তৃতীয় পর্ব)

তারাপদকে চারু বেঁধে রাখতে চায়। নিজে তার সঙ্গে তুমুল অশান্তি করলেও, কাউকে তার কাছে ঘেঁষতে দেয়না। এদিকে চারুর বিয়ের ব্যবস্থা করছে তার বাবা। কিন্তু চারুর মায়ের ইচ্ছা তারাপদ'র সঙ্গেই তার বিবাহ সম্পন্ন হোক। এদিকে তারাপদ এক সময় নিজে বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে এমনটা আবিষ্কার করে। তাই চারদিকে সব আয়োজন সম্পন্ন হওয়া সত্ত্বেও তারাপদ আপন স্বভাব মত আবার নিরুদ্দেশের দিকে পাড়ি দেয়।