তেমন কিছু না

আপনি কেমন আছেন?

কার্যত স্হবির সারাদেশ, জনজীবন। এই স্হবিরতাতেই আমাদের সকলের মজ্ঞল এখন। করোনাভাইরাসের বিপক্ষে যুদ্ধে জিততে এটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। তবে জীবন কি আর থেমে আছে? চারদেয়ালের মাঝে জীবন নিশ্চয়ই নিয়েছে অন্য কোনো রুপ। জানতে চেস্টা করছি সেই রুপটি কেমন, জানতে চাইছি কেমন আছেন আপনি।