অর্থ, সম্পদ এবং ব্যবসায়িক সমৃদ্ধি

বেতন ছাড়া একটি ভাল চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা কি কি?

চাকরিতে শুধু বেতনই কি সবকিছু? কখনই নয়। কেননা যেকোন ভাল চাকরিতেই বেতন ছাড়াও আরও অনেক সুযোগ-সুবিধা থাকে। 

কিন্তু অনেক চাকরিদাতাই বেতনের বাইরে আর তেমন কোন সুবিধা দিতে রাজি থাকে না। আবার অনেক প্রতিষ্ঠানে বেতনটাও ঠিক সময়মত পাওয়া যায় না। ফলে অনেকের কাছেই চাকরির বেতনটাই হয়ে ওঠে সবেধন-নীলমণি!

তবে ভালো প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বেতনের বাইরেও নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে থাকে। আর এরফলে তারা পরিণত হয় বাজারের সবচেয়ে কাঙ্ক্ষিত চাকরি দাতা হিসেবে।

তাই কি কি সুবিধা থাকলে কোন চাকরি কে একটি 'ভালো চাকরি ' বলা যায়, সেটা জানাটা জরুরী।

আজকের এই পর্বে তাই চাকরিতে বেতনের বাইরের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেছি। পডকাস্টটি শুনলে আপনি জানতে পারবেন, একটি ভালো চাকরিতে বেতন ছাড়া সাধারণত আর কি কি সুবিধা থাকে সে সম্পর্কে। 

এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন - https://blog.russelarefin.com/2021/09/benefits-other-than-salary-in-a-good-job.html

ইউটিউবঃ https://www.youtube.com/c/RusselArefin

ফেসবুকঃ https://facebook.com/RusselArefin