চাকরিতে শুধু বেতনই কি সবকিছু? কখনই নয়। কেননা যেকোন ভাল চাকরিতেই বেতন ছাড়াও আরও অনেক সুযোগ-সুবিধা থাকে।
কিন্তু অনেক চাকরিদাতাই বেতনের বাইরে আর তেমন কোন সুবিধা দিতে রাজি থাকে না। আবার অনেক প্রতিষ্ঠানে বেতনটাও ঠিক সময়মত পাওয়া যায় না। ফলে অনেকের কাছেই চাকরির বেতনটাই হয়ে ওঠে সবেধন-নীলমণি!
তবে ভালো প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বেতনের বাইরেও নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে থাকে। আর এরফলে তারা পরিণত হয় বাজারের সবচেয়ে কাঙ্ক্ষিত চাকরি দাতা হিসেবে।
তাই কি কি সুবিধা থাকলে কোন চাকরি কে একটি 'ভালো চাকরি ' বলা যায়, সেটা জানাটা জরুরী।
আজকের এই পর্বে তাই চাকরিতে বেতনের বাইরের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেছি। পডকাস্টটি শুনলে আপনি জানতে পারবেন, একটি ভালো চাকরিতে বেতন ছাড়া সাধারণত আর কি কি সুবিধা থাকে সে সম্পর্কে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন - https://blog.russelarefin.com/2021/09/benefits-other-than-salary-in-a-good-job.html
ইউটিউবঃ https://www.youtube.com/c/RusselArefin
ফেসবুকঃ https://facebook.com/RusselArefin
정보
- 프로그램
- 발행일2021년 10월 30일 오전 6:00 UTC
- 길이5분
- 등급전체 연령 사용가