
EP 17, How To Start Your Own Podcast (কিভাবে নিজের পডকাস্ট শুরু করবে?)
নমস্কার বন্ধু, কেমন আছো তোমরা? জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক পডকাস্টের ১৭ তম এপিসোডে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের শিখাবো কিভাবে তোমরা আমার মত পডকাস্ট শুরু করতে পারবে? একেবারে নতুন যারা, তাদের মনে এই পডকাস্ট নিয়ে অনেক প্রশ্ন? পডকাস্ট কি, নিজের পডকাস্ট শুরু করতে হলে কি করতে হয়? এর সেট আপ এর খরচা কত? কি কি সরঞ্জাম লাগে? কিভাবে রেকর্ড করব? স্টুডিও গিয়ে রেকর্ড করতে হবে? কিভাবে এডিট করব? আর কিভাবে পাবলিশ করব? স্পটিফাই আমাজন অ্যাপেল এই সব বড় বড় কোম্পানি গুলো কি নতুনদের সাথে কথা বলবে? কি কি বিষয়ের উপর পডকাস্ট বানানো যায়? ইত্যাদি নানা ধরনের প্রশ্ন অনেকের মনেই ঘুর পাক খাচ্ছে, তাই আজকের এই এপিসোড তৈরি করা। এখানে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পাবে, এবং তোমরাও নিজের বাংলা পডকাস্ট শুরু করতে পারবে। তাহলে আর দেরি না করে চট করে শুনে নাও পডকাস্টের সেশন টা, এবং শুনে অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবে না যেন, এই পডকাস্ট সম্বন্ধে কোন পরামর্শ থাকলেও আমাকে জানাতে পারো নির্দ্বিধায়, যদি অংশগ্রহণ করতে চাও জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক পডকাস্ট অনুষ্ঠানে তাহলেও আমাকে জানাতে পারো, আমি কথা বলব তোমাদের সাথে সরাসরি। আমার instagram এবং facebook আইডি আমি নিচে দিয়ে রাখলাম👇🏻 https://www.instagram.com/abhishekdubey27 https://m.facebook.com/abhi723121 জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক, এটা মনের জটিল অলিগলির সহজ গুগল ম্যাপ
Information
- Show
- FrequencyUpdated Semiweekly
- PublishedApril 5, 2023 at 6:44 AM UTC
- Length17 min
- Season1
- Episode17
- RatingClean